Monday, September 23, 2024

গেৎশিমানী বাগানে প্রার্থনার রহস্য কি? কেনই বা প্রভু যীশু খ্রীষ্ট এলী এলী লামা শাবাক্তানি বলেছিলেন?

 


লেখকঃ পাষ্টর জনসন সরকার।

অনেকে মনে করে প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুর আগের রাতে শুধুমাত্র মৃত্যুর ভয় পেয়েছিলেন এমন কি এক সময়ে এই ভূল ধারনাটি আমার মধ্যেও ছিল। কারন ছোট থেকে অনেক বিশপ, রেভারেন্ট, পাষ্টরদের প্রচারে এই কথাটি প্রায় খ্রীষ্টানরা শুনে থাকেন যদিও তাদের এই প্রচারটি সম্পূর্ন সত্য নয়। প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে মানবীয় স্বভাব ছিল ঠিকি তবে এই ঘটনায় প্রভু যীশু খ্রীষ্টের স্বর্গীয় স্বভাবের দিকের প্রেক্ষাপট মোনযোগ দিতে অধিকাংশ প্রচারকগণ ভূলে গেছেন। প্রভু যীশু খ্রীষ্ট শুধুমাত্র প্রহারিত হওয়ার ভয়ে কিংবা মৃত্যু যন্ত্রানার ভয়ে পিতা ইয়াওয়ে এলোহীমর (সদাপ্রভু ঈশ্বরের) কাছে প্রার্থনা করেন নি কারন তিনি পৃথিবীতে আসার পূর্বে থেকেই জানতেন তাকে মানবজাতির পাপের জন্য মৃত্যুরবন করতে হবে, “যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।” (মথি২০:২৮;)

এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন, “তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই,

কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ; হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে-

হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি।” (ইব্রীয় ১০:৫-৭;)

প্রভু যীশু খ্রীষ্ট পিতার কাছে আরেকটি গুরুত্বপূর্ন কারনে প্রার্থনা করেছিলেন আর সেই কারনটি হলো পিতা ঈশ্বর থেকে পৃথক হওয়ার ভয়/বেদনা/ দুঃখ। প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে পবিত্র আত্মার দ্বারা পিতা ঈশ্বর সর্বদা তার মধ্যে বাস করতেন এবং প্রভু যীশু খ্রীষ্ট সেই পবিত্র আত্মার দ্বারাই পিতার মধ্যে বাস করতেন , “তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতে বলি না; কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন; আর না হয়, সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস কর।” (যোহন১৪:১০-১১;)

প্রভু যীশু খ্রীষ্ট জানতেন যখন তিনি সকলের পাপ নিজের উপরে চাপাবেন তাখন পিতা ঈশ্বর তার কাছ থেকে দূরে সরে যাবেন সেই সময়ে তিনি পিতা ঈশ্বর মুখ দেখতে পারবেন না (পাপের কারনেই পিতা ঈশ্বরের সাথে আমাদের বিচ্ছেদ ঘটে)[1] সেই জন্য যখন প্রভু যীশু খ্রীষ্ট ক্রুশীয় মৃত্যুর সময়ে সকলের পাপ নিজের উপরে নিলেন[2] তখন পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মা তার কাছে থেকে কিছু সময়ের জন্য সরে গেলেন আর তখন আসলে সেই কঠিন সময়টা যেটার জন্য প্রভু যীশু খ্রীষ্ট সব থেকে বেশি চিন্তিত ছিলেন। সেই কষ্টটা তিনি সহ্য করতে না পেরে উচ্চ রবে চিৎকার গীতসংহিতা ২১:১ পদ থেকে বললেন, “এলী এলী লামা শবক্তানী,”

আর নয় ঘটিকার সময়ে যীশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, “এলী এলী লামা শবক্তানী,” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? ” (মথি২৭:৪৬;) এর কারন হলো সেই সময়ে পিতা ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা সেই সময়ে পুত্রের মধ্যে ছিলেন না, পবিত্র আত্মার অনুপস্থিতি উপলব্ধি করা মাত্রই প্রভু যীশু খ্রীষ্ট তার পরের বানীতে বলেছিলেন ‘আমার পিপাসা পাইয়াছে’ (যদিও এটা পূর্বেই ভবিষ্যৎবানী করা হয়েছিল গীতসংহিতা৬৯:২১;)

ইহার পরে যীশু, সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, ‘আমার পিপাসা পাইয়াছে’।” যোহন১৯:২৮;

প্রভু যীশু খ্রীষ্ট পবিত্র আত্মাকেই জীবন্ত জল বলেছেন “যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।যাহারা তাঁহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন; কারণ তখনও আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যীশু মহিমাপ্রাপ্ত হন নাই।”যোহন৭:৩৮-৩৯; তাই যখন পবিত্র আত্মা মধ্যে অনুপস্থিত ছিলেন তখনি প্রভুর পিপাসা লেগেছিলো। এথেকে বোঝায় যায় প্রভু যীশু খ্রীষ্ট আরেকটি গুরুত্বপূর্ন কারনে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন।



[1] কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না।–যিশাইয়৫৯:২;

 

[2] আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব।–যোহন১২:৩২;

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: