লেখকঃ পাষ্টর জনসন সরকার।
যিহোশূয় ১০:১২-১৪; ঘটনায় উল্লেখিত রয়েছে নবী যিহোশূয় তার শত্রুদের পরাস্ত করার ইয়াওয়ে এলোহীমের (সদাপ্রভু ঈশ্বরের) কাছে প্রার্থনা করেছিলেন যেন “সূর্য থেমে যায়” আর ঠিক তাই হলো।
"তৎকালে যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন; আর তিনি ইস্রায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে।তখন সূর্য স্থগিত হইল, ও চন্দ্র স্থির থাকিল, যাবৎ সেই জাতি শত্রুদের প্রতিশোধ না লইল। এই কথা কি যাশের গ্রন্থে লিখিত নাই? আর আকাশের মধ্যস্থানে সূর্য স্থির থাকিল, অস্ত গমন করিতে প্রায় সম্পূর্ণ এক দিবস ত্বরা করিল।" -যিহোশূয় ১০:১২-১৪;
পবিত্র বাইবেল অনুসারে বিভিন্ন আলো সৃষ্টি করা হয়েছিল মূলত "সময় নির্ধারন" করার জন্য,
“পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হউক; সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হউক;” আদিপুস্তক১:১৪;
নবী যিহোশূয় ঘটনায় দেখা যায় তার প্রার্থনায় সূর্য থেমে গিয়েছিলো অর্থাৎ তার প্রার্থনায় “সময় থেমে গিয়েছিল” আর যখন সময় থেমে গিয়েছিল তখন নবী যিহোশূয় যুদ্ধে করে তার শত্রুদের পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন।
“সময় থামিয়ে” দেওয়ার ঘটনা পবিত্র বাইবেলে রয়েছে উদাহরন স্বরূপ ইয়াওয়ে এলোহীম নবী যিশাইয়ের মাধ্যমে অধ্যক্ষ হিষ্কিয়ের সামনে সময়কে পিছিয়ে দিয়েছিলেন,
যিশাইয় কহিলেন, সদাপ্রভু যে কথা বলিয়াছেন, তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে; ছায়াটি কি দশ ধাপ অগ্রসর হইবে, না দশ ধাপ পিছনে ফিরিয়া যাইবে? হিষ্কিয় কহিলেন, ছায়াটি যে দশ ধাপ আগে সরিয়া যায়, এ ক্ষুদ্র বিষয়; ছায়াটি বরং দশ ধাপ পিছাইয়া পড়ুক। তখন যিশাইয় ভাববাদী সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে আহসের সোপানে ছায়াটি যত ধাপ নামিয়া গিয়াছিল, তিনি তাহার দশ ধাপ পিছনে ফিরাইলেন।-২রাজাবলি২০:৯-১১;
সূর্যের আলোর কারনে যে ছায়া তৈরি হয় তা ইয়াওয়ে এলোহীম পিছিয়ে দিয়েছিলেন অর্থাৎ তিনি সময়কে থামিয়ে দিয়েছিলেন কারন তিনি সর্বশক্তিমান। তাই নবী যিহোশূয়ের ঘটনাটি ১০০% সত্য।
0 coment rios: