লেখকঃ পাষ্টর জসনস সরকার।
অনেকে আছেন যারা দাবি করেন, পবিত্র বাইবেলে "সূর্য ঘোরার যে বর্ণনা পাওয়া যা সেগুলো অবৈজ্ঞানিক কারন সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। যারা এমন দাবি করেন তারা হয়তো এটা জানেন না পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে ঠিকি তেমনি সূর্য আমাদের Solar System কে সাথে নিয়ে মহাকাশে ভ্রমন করে ঘন্টায় প্রায় ৭ লক্ষ ২০ হাজার গতিতে যা মহাকাশ কেন্দ্র নাসা দ্বারা প্রকাশিত হয়েছেঃ
The Sun orbits the center of the Milky Way, bringing with it the planets, asteroids, comets, and other objects in our solar system. Our solar system is moving with an average velocity of 450,000 miles per hour (720,000 kilometers per hour).[1]
পবিত্র বাইবেল সূর্যের পরিক্রমা সম্পর্কে বলেঃ “সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়াইবার জন্য আমোদ করে। সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আইসে; তাহার উত্তাপে কোন বস্তু লুক্কায়িত থাকে না।” গীতসংহিতা১৯:৫-৬;
সূর্যের পরিক্রমার ছবি
আধুনিক বিজ্ঞান এই বিষয়টি আবিস্কার করার হাজার হাজার বছর পূর্বেই পবিত্র বাইবেলে
“সূর্যের মহাকাশে পরিক্রমার” বিষয়ে লেখা আছে, তা শতভাগ সত্য এবং বিজ্ঞান ভিত্তিক।
0 coment rios: