লেখকঃ পাষ্টর জনসন সরকার।
সমালোচকের দাবিঃ যোহন১৭:৩ আয়াতে লেখা আছে “পিতা একমাত্র সত্যময় ঈশ্বর” তাই যীশু ঈশ্বর নন।
জবাবঃ যোহন ১৭ অধ্যায় ৩ পদে পিতাকে সত্যময় ঈশ্বর বলা হয়েছে ঠিকি,
“আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।”
কিন্তু সমালোচক মহাদয় মনে হয় জানেন না যে পবিত্র শাস্ত্রে পুত্রকেও (প্রভু যীশু খ্রীষ্টকেও) সত্যময় ঈশ্বর বলা হয়েছে “আর আমরা জানি যে, ঈশ্বরের পুত্র আসিয়াছেন, এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি; এবং আমরা সেই সত্যময়ে, তাঁহার পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন।”-১যোহন৫:২০;
পবিত্র শাস্ত্রে পিতা যেমন “সত্যময় ঈশ্বর” বলা হয়েছে ঠিক তেমনি পুত্রকেও সত্যময় ঈশ্বর বলা হয়েছে। প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন, “আমি আপন পিতার নামে আসিয়াছি,”(যোহন৫:৪৩;) পিতার যে সমস্ত নাম আছে সেই নাম পুত্রেরও রয়েছে। তাই সমালোচকের দাবি ভিত্তিহীন প্রমানিত হয়।
0 coment rios: