Sunday, June 16, 2024

প্রভু যীশু খ্রীষ্ট কি নিজেকে সৎ বলেন নি?

 



লেখকঃ পাষ্টর জনসন সরকার।

খ্রীষ্ট ধর্মের সমালোচকেরা প্রায় দাবি করে, “যীশু নিজেকে সৎ বলেন নি, তিনি বলেছেন একমাত্র ঈশ্বর সৎ তাই তিনি ঈশ্বর নন। রেফারেন্সঃ “যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। -লূক১৮:১৯;”

জবাবঃ এই ঘটনায় প্রভু যীশু খ্রীষ্ট বলেন নি যে, তিনি সৎ নন বরং তিনি বলেছেন, “আমাকে সৎ কেন বলছো একজনই সৎ তিনি ঈশ্বর” অর্থাৎ সেই ধনী ব্যক্তি যখন তাকে “সৎ গুরু” বলে সম্মোধণ  তখন তিনি তাকে বোঝালেন “সৎ গুরু” উপাধী ত ঈশ্বরের তুমি আমাকে তাই বলে ডাকছো? এখানে তিনি বলেন নি যে তিনি সৎ নন। এখানে “সৎ” শব্দের যে গ্রিক শব্দ ব্যবহৃত হয়েছে তা হলো γαθός (agathos) যা প্রভু যীশু খ্রীষ্ট নিজের ক্ষেত্রেও ব্যবহার করেছেন Is it not lawful for me to do what I will with mine own? Is thine eye evil, because I am good? ” মথি২০:১৫; KJV

“Is it not lawful for me to do what I will with mine own? or is thine eye evil, because I am good? মথি২০:১৫; ASV

তাই এ থেকে স্পষ্ট বোঝা যায় প্রভু যীশু খ্রীষ্ট নিজেকে সৎ (γαθός (agathos) বলেছেন। তাই সমালোচকের দাবি ভিত্তিহীন প্রামানিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: