ইয়েহশুয়া হা মাসিয়াখ (যীশু খ্রীষ্ট) কেন ইয়াহুদা(যিহুদা) বংশে আসলেন/এলোহিমের পরাক্রমশালী দক্ষিণ হস্ত বলতে বাইবেলে কি বুঝানো হয়েছে?
উত্তরঃ নিঃসন্দেহে ইয়াকোভের(যাকোবের) সন্তানদের মাঝে ইউসেফ(যোষেফ) প্রধান ছিলেন। তাকে দেখানো স্বপ্নের মধ্যে অন্য ভাইদের আঁটিগুলো তার আঁটিকে প্রণাম করা [1](আদি পুস্তক 37:5-7) এগারোটি তারা ও চন্দ্র-সূর্য তাঁকে প্রণাম করার[2](আদি পুস্তক 37:9-11) মাধ্যমে আমরা এই চিত্রই দেখতে পাই। আবার তিনি যে ভাইদের মাঝে সবচেয়ে উন্নত চরিত্রের ছিলেন তা নিয়েও কোন সন্দেহ নাই। পোটিফরের স্ত্রীর প্রলোভন থেকে নিজের চরিত্রকে রক্ষা করতে গিয়ে তিনি জেল খেটেছেন। ভাইয়েরা তাকে হিংসা করলেও নিজের সুবিধাজনক সময়ে তাদের প্রতি প্রতিহিংসার বদলে তিনি একে ঈশ্বরের মহান পরিকল্পনা[3](আদি পুস্তক 50:18-21) হিসাবে দেখেছেন। এখানে তার অকৃত্রিম অহংবোধশুন্যতা আর মানবিকতার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। দ্বিতীয় বিবরণ ৩৩ঃ১৬ পদে মোশিও যোষেফকে ভাইদের মাঝে রাজকুমার [4](দ্বিতীয় বিবরণ 33:13-16) হিসাবে উল্লেখ করেছেন। ১ বংশাবলি ৫ অধ্যায়ও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে-
✡️ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলেরা: (তিনি বড় ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি তাঁর বাবার বিবাহ-শয্যা কলুষিত করলেন, তখন তাঁর বড়াধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দিয়ে দেওয়া হল; তাই তাঁর জন্মগত অধিকারের আধারে তিনি বংশতালিকায় স্থান পাননি, এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল)
1 বংশাবলি 5:1-2✡️
কিন্তু কথা হল এই ইউসেফের(যোষেফের) বংশে ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট) আসা আপাতদৃষ্টিতে খুবই যুক্তিযুক্ত মনে হলেও ঈশ্বর তাঁর বদলে ইয়াহুদার(যিহুদার) বংশকে মসীহের বংশ হিসাবে নির্বাচিত করেছিলেন৷ এটা নিয়ে প্রাচীন ইহুদী পন্ডিতদেরও প্রশ্ন ছিল। কিন্তু আমাদের একটা বিষয় ভাবতে হবে যে যিহুদার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বিশেষ দিক এর জন্যই ইয়াহুদাকে মসীহের বংশ হিসাবে নির্বাচিত করা হয়েছিল যা নিয়ে পরে আলোচনা করা হবে। এ বিষয়ে কি তাহলে ইউসেফ (যোষেফ) বঞ্চিত হয়েছিলেন? মোটেও তা নয়। কিন্তু মসীহ তাঁর বংশের মধ্য দিয়ে না আসলেও ঈশ্বর তাঁর দুসন্তানকে ইয়াকোভের(যাকোবের) দুজন ছেলের সমান সম্পত্তির অধিকার দিয়ে তাকে অন্য সকল ভাইয়ের চেয়ে দ্বিগুণ সম্পত্তির[5] (আদি পুস্তক 48:5)অধিকারী করেছিলেন। এভাবে মসীহ আসার সৌভাগ্য ইউসেফের বংশ না পেলেও ভাইদের মধ্যে সবচেয়ে প্রধান হওয়ার প্রতিদান ঈশ্বর দ্বিগুণ সম্পত্তির অধিকার প্রদানের মাধ্যমে পূর্ণ করেছিলেন।
বাইবেলের একটি পূর্বধারণার নীতিঃ মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের বাইবেলের অনেক ঘটনার মধ্য দিয়ে পরবর্তীতে আসন্ন আরো বেশী গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের একটা ছায়া বা পূর্বাভাস দেখতে পাই। বাইবেল একটি অত্যাশ্চর্য বই। এর বহু ঘটনা ইচ্ছামত ঘটে যাওয়া কোন বিষয় নয়, বরং ভবিষ্যতে হতে যাওয়া আরো মহান ঘটনার প্রতি ইংগিতবাহী। এই ঘটনাগুলোকে আমি "বাইবেলের পূর্বধারণার নীতি" বলতে পারি। এর কয়েকটি উদাহারণ আমরা দিতে পারি-
--ইসহাককে উৎসর্গ দেয়ার জন্য আব্রাহামের উদ্যোগ(আদিপুস্তক ২২ অধ্যায়)। যেখানে আব্রাহাম, পিতা ঈশ্বরের ও ইসহাক, ইয়েহশুয়া হা মাসিয়াখের(যীশু খ্রীষ্টের) প্রতিচ্ছবি ছিলেন।
-- যাজক হিসাবে হারোন-কে[6](যাত্রা পুস্তক 40:13-16) ও রাজা হিসাবে দায়ুদকে অভিষেক করাটাও[7](1 শমূয়েল 16:11-1) ছিল ভবিষ্যতে যাজক ও রাজা হিসাবে প্রকৃত অভিষিক্তজন ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট), যিনি এই দুই ভূমিকাতেই অভিষিক্ত তাঁর আসন্ন আগামী ভূমিকারই একটা প্রতিচ্ছবি।
-- মোশির মাধ্যমে ঈশ্বরের যে ব্যবস্থা তাও ভবিষ্যতের আরেকটি ব্যবস্থার দিকে ইংগিত করে যা এর পূর্ণতাদানকারী।
এই সকল উদাহারণের মাঝে আমরা একটা বিশেষ বিষয় দেখতে পাই। এর একটা বিষয় এই জগতে ঘটছে আরেকটি বিষয় ঘটছে স্বর্গীয়ভাবে বা অপার্থিবভাবে। এভাবে পার্থিবতার সাথে অপার্থিবতার অনন্য সেতুবন্ধন করেছেন মহান ঈশ্বর। যেন আমরা পার্থিব অবস্থায় থেকেও অপার্থিব ঈশ্বরের বিষয়ে জানতে, বুঝতে পারি এবং প্রকৃত সত্য ও অপার্থিব জীবনকে অবলম্বন করে আত্মিক জগতে চীরকাল জীবিত থাকতে পারি।
যিহুদা ও ইয়েহশুয়া হা মাসিয়াখের(যীশু খ্রীষ্ট) ক্ষেত্রেও মহান পিতা ঈশ্বর এই পূর্বধারণার নীতির প্রতিফলন ঘটিয়েছেন।
যিহুদার বৈশিষ্ট্য ছিল একজন যোদ্ধা হিসাবে।[8](আদি পুস্তক 49:8-1) মোশি যখন ইস্রায়েলের গোষ্ঠীগুলোকে আশীর্বাদ করেছিলেন তখনও যিহুদা বংশকে যোদ্ধা হিসাবেই দেখিয়েছেন[9](দ্বিতীয় বিবরণ 33:7)। মোশি ও হারোন যখন ইস্রায়েলের হয়ে যুদ্ধে যেতে সক্ষমদের গণনা করেছিলেন তখনও যিহূদার যোদ্ধাদের সংখ্যা অন্য গোষ্ঠীগুলোর চেয়ে বেশী ছিল[10](গণনা পুস্তক 1:26-27)।যিহোশূয়ের মৃত্যুর পর কনানীয়দের বিরূদ্ধে যুদ্ধের জন্য ঈশ্বর যিহূদা গোষ্ঠীকে মনোনীত করেছিলেন[11](বিচারকর্তৃগণ 1:1-2)। বিন্যামীন গোষ্ঠীর দুষ্টতার শাস্তি দেয়ার জন্যও ঈশ্বর যিহূদাকে বেছে নিয়েছিলেন[12](বিচারকর্তৃগণ 20:18)। ১ বংশাবলি ৫ অধ্যায়েও যিহূদাকে ভাইদের মাঝে সবচেয়ে শক্তিশালী হিসাবে উল্লেখ করা হয়েছে[13](1 বংশাবলি 5:1-2)
🔺🔺যিশুখ্রিস্টকে কি বাইবেলে যোদ্ধা হিসাবে দেখানো হয়েছেঃ
এখন আমরা দেখব ইয়েহশুয়া হা মাসিয়াখ (যীশু খ্রীষ্ট)-কে কি বাইবেলে যোদ্ধা হিসাবে পরিচিত করা হয়েছে কি না। ইয়েহশুয়াকে যোদ্ধা হিসাবে বাইবেলে দেখতে পেলে তাঁর ইয়াহুদা(যিহুদা) বংশে জন্ম গ্রহণের কারণ খুঁজে পাব।
মাসিয়াখ(মসীহ) যীশুর দুটি মূল পরিচয় একটি পরিচয় রাজা এবং আরেকটি যাজক। আমরা এ ব্যাপারে বাইবেলে পরিস্কার রেফারেন্স পাই---
✡️হ্যাঁ, তিনিই সদাপ্রভুর মন্দির গাঁথবেন, এবং তাঁকে রাজার সম্মান দেওয়া হবে আর তিনি নিজের সিংহাসনে বসে শাসন করবেন। এবং একজন যাজক হিসাবে সিংহাসনে বসবেন ও এই দুই পদের মধ্যে কোনও অমিল থাকবে না।’
সখরিয় 6:13✡️
এখানে দেখছি রাজা হিসাবে মসীহের ভূমিকা দায়ুদের মত, যিনি ছিলেন একাধারে শাসক ও যোদ্ধা এবং একইসাথে যিহুদা বংশজাত। আবার একই সাথে তিনি যাজক হিসাবেও অভিষিক্ত। যে কারণে যাজকের ভূমিকাও তিনি পালন করবেন।
আমরা স্মরণ করি ঈশ্বর ইয়াওয়ে ইস্রায়েলকে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য একজন দুতের উল্লেখ করেছিলেন। ঈশ্বর ইয়াওয়ে বলেছিলেন সেই দূতের উপর পিতা ঈশ্বর ইয়াওয়ের নাম থাকবে-
✡️ দেখো, পথে তোমাকে রক্ষা করার জন্য ও যে স্থানটি আমি তৈরি করে রেখেছি, সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে এক দূত পাঠাচ্ছি। তাঁর কথায় মনোযোগ দিয়ো এবং তিনি যা কিছু বলেন তা শুনো। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না; তিনি তোমার বিদ্রোহ ক্ষমা করবেন না, যেহেতু তাঁর মধ্যে আমার নাম আছে। তিনি যা বলেন তা যদি তুমি সযত্নে শোনো এবং আমি যা কিছু বলি সেসব করো, তবে আমি তোমার শত্রুদের শত্রু হব ও যারা তোমার বিরোধিতা করে তাদের বিরোধিতা করব। আমার দূত তোমার আগে আগে যাবেন এবং ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, কনানীয়, হিব্বীয়, ও যিবূষীয়দের দেশে তোমাকে নিয়ে আসবেন, এবং আমি তাদের নিশ্চিহ্ন করে ফেলব।
যাত্রা পুস্তক 23:20-23✡️
কে এই দূত? কি তাঁর পরিচয়? এখন আমরা একটু নতুন নিয়মে যাব এবং সেখানেই এই দূতের পরিচয় পাব যার উপর পিতা ইয়াওয়ের নাম থাকবে--
✡️ আমি আমার পিতার নামে এসেছি, কিন্তু তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেউ যদি তার নিজের নামে আসে, তোমরা তাকে গ্রহণ করবে।
যোহন 5:43✡️
✡️ উত্তরে যীশু বললেন, “আমি বলা সত্ত্বেও তোমরা বিশ্বাস করোনি। আমার পিতার নামে সম্পাদিত অলৌকিক কর্মই আমার পরিচয় বহন করে।”
যোহন 10:25✡️
এবং সেই দূতের মত যীশুর কথাও শুনতে পিতা আদেশ করেছেন--
✡️তিনি তখনও কথা বলছেন, একটি উজ্জ্বল মেঘ তাঁদের ঢেকে ফেলল। আর মেঘ থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হল, “ইনিই আমার পুত্র, যাঁকে আমি ভালোবাসি; এঁর প্রতি আমি পরম প্রসন্ন। তোমরা এঁর কথা শোনো।”
মথি 17:5✡️
যীশু বলেছেন--
✡️ যীশু উত্তর দিলেন, “কেউ যদি আমাকে ভালোবাসে, সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসবেন। আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব।”
যোহন 14:23✡️
সুতরাং আমরা জানলাম মোশির কাছে ঈশ্বর ইয়াওয়ে যে দূতের কথা বলেছিলেন সেই দূতই ছিলেন ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট)। ঈশ্বর ইয়াওয়ে উপরের রেফারেন্সে(যাত্রাপুস্তক ২৩ঃ২৩) বলেছেন, ইস্রায়েলকে কনানীয়দের দেশে এই দূত নিয়ে যাবেন এবং এভাবে ঈশ্বর সেই সকল পাপে পূর্ণ জাতিদের উৎখাত করবেন। সদাপ্রভূর এই দূতের উল্লেখ আমরা বাইবেলে বহু স্থানে দেখি(আদিপুস্তক ১৬ঃ৭, ২২ঃ১১, যাত্রাপুস্তক ৩ঃ২, বিচারকর্তৃগণ ২ঃ১, ৬ঃ১১, ১৩ঃ২১)যেখানে তিনি তাঁর উপর "ইয়াওয়ে" নাম থাকার কারণে নিজেকে "ইয়াওয়ে" রূপেই প্রকাশ করেছিলেন। এখন আমরা দেখব এই দূত কিরূপে আবির্ভূত হয়েছিলেন।
✡️ পরে যিহোশূয় যখন যিরীহোর কাছে গেলেন, তিনি উপরে তাকিয়ে খাপ খোলা তরোয়াল হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। যিহোশূয় তাঁর দিকে এগিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি আমাদের পক্ষে, না আমাদের শত্রুদের পক্ষে?”
“কোনও পক্ষেই নই,” তিনি উত্তর দিলেন, “কিন্তু আমি এখন সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতিরূপে এসেছি।” তখন যিহোশূয় সম্মান দেখিয়ে মাটিতে মাথা নত করে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর এই দাসের জন্য কী বার্তা এনেছেন?”
সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি উত্তর দিলেন, “তোমার চটিজুতো খুলে ফেলো, যেহেতু তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেই স্থানটি পবিত্র।” আর যিহোশূয় সেরকমই করলেন।
যিহোশূয় 5:13-15✡️
এখানে লক্ষ্য করুন মোশি যেমন জ্বলন্ত ঝোপে ঈশ্বরের দূতের দেখা পেয়েছিলেন এবং সেই দুত তাঁকে জুতো খুলে ফেলতে বলেছিলেন ঠিক তেমনি যিহোশূয়(হিব্রু উচ্চারণ ইয়েহশুয়া) এর নেতৃত্বে কনান দেশে ইস্রায়েলীরা প্রবেশ করলে এখানেও তলোয়ার হাতে একজন দূত যিহোশূয় এর সামনে উপস্থিত হয়ে নিজেকে সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতিরূপে পরিচয় দেন এবং যিহোশুয়-কে জুতো খুলে ফেলতে আদেশ দেন। এই দূতই তিনি যার কথা স্বয়ং ইয়াওয়ে মোশিকে বলেছিলেন যে, কনান দেশে এই দুত ইস্রায়েলীদের নিয়ে যাবেন(যাত্রা পুস্তক 23:20-23) যার উপর ইয়াওয়ে এর নাম থাকবে। আমরা পূর্বেই দেখেছি যে এই দূতই ছিলেন ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট)। কিন্ত যিহোশূয় এর সামনে এই দুতকে আমরা তলোয়ার হাতে সেনাপতি(যোদ্ধা) রূপে দেখি যা খ্রীষ্টেরই আরেকটি পরিচয়।
🔺🔺ঈশ্বরের পরাক্রমশালী দক্ষিণ হস্ত:
ইয়াওয়ের সৈন্যদলের এই সেনাপতি যিনি ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট) তিনিই বাইবেলে বারবার "ঈশ্বরের পরাক্রমশালী দক্ষিণ হস্ত" রূপে চিত্রিত হয়েছে। নীচের পদগুলো লক্ষ্য করুন-
✡️গীতসংহিতা 44
3 কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই, তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই; কিন্তু তব দক্ষিণ হস্ত, তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,] কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
গীতসংহিতা 78
54 আর তিনি তাহাদিগকে আনিলেন, আপন পবিত্র সীমায়, আপন দক্ষিণ হস্ত দ্বারা লব্ধ এই পর্ব্বতে।
গীতসংহিতা 80
15 রক্ষা কর তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপন করিয়াছে, আর সেই পুত্রকে, যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ।✡️
এখানে আমরা দেখছি সেই দূত, সেই সেনাপতি অর্থাৎ ইয়েহশুয়া হা মাসিয়াখই ছিলেন ইয়াওয়ের দক্ষিণ(ডান) হাত বা পরাক্রম যিনি ইস্রায়েল দেশে ইস্রায়েলীদের নিয়ে এসে রোপণ করেছিলেন।
নবী মোশিও ফারাও সৈন্যদলের সলিল সমাধির পর ইয়াওয়ের দক্ষিণ হস্তের প্রশংসা করেছেন।
✡️যাত্রাপুস্তক 15
6 হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত; হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী।✡️
ব্যবস্থাও যে মোশি এই দূতরূপী ইয়াওয়ের দক্ষিণ হস্ত থেকে পেয়েছিলেন তা উল্লেখ করেছেন তাঁর গানে-
✡️ দ্বিতীয় বিবরণ। 33
2 তিনি কহিলেন, সদাপ্রভু সীনয় হইতে আসিলেন, সেয়ীর হইতে তাহাদের প্রতি উদিত হইলেন; পারণ পর্ব্বত হইতে আপন তেজ-প্রকাশ করিলেন, অযুত অযুত পবিত্রের নিকট হইতে আসিলেন; তাহাদের জন্য তাঁহার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল।✡️
এই দক্ষিণ হস্ত যে মানুষের উপরে স্থিত তিনি যে মনুষ্যপুত্র প্রভু ইয়েহশুয়া হা মাসিয়াখ তা এই পদ থেকে একেবারেই পরিস্কার হবে। বুঝার সুবিধার্থে এখানে বাংলা ও নিউ কিং জেমসের উভয় অনুবাদই দেয়া হল-
✡️ Psalms 80:17
[17]Let Your hand be upon the man of Your right hand, Upon the son of man whom You made strong for Yourself.
গীতসংহিতা 80
17 তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক।✡️
এই দক্ষিণ হস্ত চীরশান্তি দানকারী
✡️গীতসংহিতা 16
11 তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ।✡️
দক্ষিণ হস্ত(ইয়েহশুয়া হা মাসিয়াখ) দয়া প্রকাশ করে, উদ্ধার করে, পরিত্রাণ করে-
✡️
গীতসংহিতা 17
7 তোমার আশ্চর্য্য দয়া প্রকাশ কর; তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাক, বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাক।
গীতসংহিতা 18
35 তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলতা আমাকে মহান্ করিয়াছে।
গীতসংহিতা 20
6 এখন আমি জানি, সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন; তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাঁহাকে উত্তর দিবেন।
গীতসংহিতা 60
5 তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তজ্জন্য তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ কর, আমাদিগকে উত্তর দেও।
গীতসংহিতা 98
1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য্য আশ্চর্য্য কর্ম্ম করিয়াছেন; তাঁহার দক্ষিণ হস্ত ও তাঁহার পবিত্র বাহু তাঁহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। ✡️
ইয়াওয়ের দক্ষিণ হস্ত ইয়াওয়ের শত্রুদের বিনাশ করবেন-
✡️ গীতসংহিতা 21
8 তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে; তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষিগণকে ধরিবে।
গীতসংহিতা 74
11 তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।
যোহনের নিকটে প্রকাশিত বাক্য। 19
13 আর তিনি রক্তে ডুবান বস্ত্র পরিহিত; এবং “ঈশ্বরের বাক্য”—এই নামে আখ্যাত।
14 আর স্বর্গস্থ সৈন্যগণ তাঁহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী, এবং শ্বেত শুচি মসীনা-বস্ত্র পরিহিত।
15 আর তাঁহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন; আর তিনি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন; এবং তিনি সর্ব্বশক্তিমান্ ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। ✡️
দক্ষিণ হস্ত(ইয়েহশুয়া হা মাসিয়াখ) ধর্মশীলতায় পূর্ণ:
✡️ গীতসংহিতা 48
10 যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্ম্মশীলতায় পরিপূর্ণ।✡️
ইসাইয়া(যিশাইয়) পরিস্কারভাবেই এই বাহুকে মাসিয়াখ(যীশু খ্রীষ্ট) বলে উল্লেখ করেছেন-
✡️ যিশাইয় ভাববাদীর পুস্তক। 53
1 আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?
2 কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায়, এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন; তাঁহার এমন রূপ কি শোভা নাই যে, তাঁহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে, তাঁহাকে ভালবাসি।
3 তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন; লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই।✡️
ইয়াওয়ের দক্ষিণ হস্ত(ইয়েহশুয়া হা মাসিয়াখ) সম্পর্কে আরো কিছু রেফারেন্স -
✡️ গীতসংহিতা 77
10 পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]।
গীতসংহিতা 89
13 তোমার বাহু পরাক্রমবিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান্, তোমার দক্ষিণ হস্ত উচ্চ। ✡️
আমাদের এলোহিম ইয়াওয়ের পরাক্রমশালী দক্ষিণ হস্ত হচ্ছেন প্রভু ইয়েহশুয়া হা মাসিয়াখ(যীশু খ্রীষ্ট) স্বয়ং। এই পরাক্রমশালী দক্ষিণ হস্ত একাধারে মহান এলোহিম ইয়াওয়ের ক্ষমতা, শক্তি, পরাক্রম, উদ্ধার, দয়া ও শান্তির আকর। ইয়াওয়ের ক্ষমতা ও মর্যাদা প্রকাশ করেন বিধায় তিনি ইস্রায়েল বংশের মাঝে রাজত্ব ও শক্তির প্রতীক ইয়াহুদা(যিহুদা) বংশে এলোহিম ইয়াওয়ের একটা চিহ্ন হিসাবে জন্মেছিলেন এবং এ ব্যাপারে বাইবেলেও নবীরা বহু পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন। মহান পিতা ইয়াওয়ের নিখুঁত পরিকল্পনার প্রশংসা করি গৌরব করি।
রেফারেন্সঃ
[1]যোষেফ একটি স্বপ্ন দেখলেন এবং যখন তিনি সেটি তাঁর দাদাদের বললেন, তখন তাঁরা তাঁকে আরও বেশি ঘৃণা করলেন। তিনি তাঁদের বললেন, “আমি যে স্বপ্নটি দেখেছি তা শোনো: আমরা যখন জমিতে শস্যের আঁটি বাঁধছিলাম তখন হঠাৎই আমার আঁটিটি উঠে দাঁড়াল, আর তোমাদের আঁটিগুলি আমার আঁটিটির চারপাশ ঘিরে সেটিকে প্রণাম জানাল।”
আদি পুস্তক 37:5-7
[2]পরে তিনি আরও একটি স্বপ্ন দেখলেন, এবং সেটি তিনি তাঁর দাদাদের বললেন। “শোনো,” তিনি বললেন, “আমি আরও একটি স্বপ্ন দেখেছি, এবং এবার সূর্য ও চন্দ্র ও এগারোটি তারা আমাকে প্রণাম করছে।”
তিনি যখন তাঁর বাবাকে ও একইসাথে তাঁর দাদাদেরও তা বললেন, তখন তাঁর বাবা তাঁকে ভর্ৎসনা করে বললেন, “তুমি এ কী ধরনের স্বপ্ন দেখলে? তোমার মা, আমি ও তোমার দাদারা কি সত্যিই তোমার কাছে এসে মাটিতে মাথা ঠেকিয়ে তোমাকে প্রণাম করব?” তাঁর দাদারা তাঁর প্রতি ঈর্ষাপরায়ণ হলেন, কিন্তু তাঁর বাবা এই বিষয়টি মনে রাখলেন।
আদি পুস্তক 37:9-11
[3]তাঁর দাদা-ভাইয়েরা পরে তাঁর কাছে এলেন এবং তাঁর সামনে নতমস্তক হয়ে প্রণাম করলেন। “আমরা তোমার ক্রীতদাস,” তাঁরা বললেন।
কিন্তু যোষেফ তাঁদের বললেন, “ভয় পেয়ো না। আমি কি ঈশ্বরের স্হলাভিষিক্ত? তোমরা আমার ক্ষতি করার সংকল্প করলে, কিন্তু এখন যা কিছু হয়েছে তা ভালোর জন্যই, প্রচুর প্রাণরক্ষা করার জন্য ঈশ্বরই মনস্হ করে রেখেছিলেন। তাই এখন, ভয় পেয়ো না। আমি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য রসদপত্র জোগাব।” আর তিনি আবার তাঁদের আশ্বস্ত করলেন এবং তাঁদের সাথে সদয় কথাবার্তা বললেন।
আদি পুস্তক 50:18-21
[4]যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন,
“সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেন
আকাশের মহামূল্য শিশির দিয়ে
এবং মাটির নিচের জল দিয়ে;
সূর্যের সেরা দান দিয়ে
এবং চাঁদের সেরা ফসল দিয়ে;
পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে
এবং চিরকালের পাহাড়ের উর্বরতা দিয়ে;
পৃথিবীর ভালো ভালো জিনিস দিয়ে
আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর দয়া দিয়ে।
যোষেফের মাথায় এসব আশীর্বাদ ঝরে পড়ুক,
ভাইদের মধ্যে যে রাজকুমার তার মাথার তালুতে পড়ুক।”
দ্বিতীয় বিবরণ 33:13-16
[5]এখন তবে, আমি তোমার কাছে এখানে আসার আগে মিশরে তোমার যে দুই ছেলে জন্মেছিল, তারা আমারই বলে গণ্য হবে; ইফ্রয়িম ও মনঃশি আমারই হবে, ঠিক যেমন রূবেণ ও শিমিয়োনও আমার।
আদি পুস্তক 48:5
[6]“পরে হারোণকে পবিত্র পোশাকগুলি পরিয়ে দাও, তাকে অভিষিক্ত করো এবং তাকে পবিত্র করো, যেন সে যাজকরূপে আমার সেবা করতে পারে। তার ছেলেদের নিয়ে এসো এবং তাদের নিমা পরাও। যেভাবে তাদের বাবাকে অভিষিক্ত করলে, ঠিক সেভাবে তাদেরও অভিষিক্ত করো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে। তাদের এই অভিষেক এমন এক যাজকত্বের জন্য হবে, যা তাদের বংশপরম্পরা ধরে চলতে থাকবে।” সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ঠিক সেই অনুসারেই তিনি সবকিছু করলেন।
যাত্রা পুস্তক 40:13-16
[7]অতএব তিনি যিশয়কে প্রশ্ন করলেন, “তোমার কি এই কটিই ছেলে আছে?”
“সবচেয়ে ছোট একজন আছে,” যিশয় উত্তর দিলেন। “সে তো মেষ চরাচ্ছে।”
শমূয়েল বললেন, “তাকে ডেকে পাঠাও; সে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।”
অতএব যিশয় লোক পাঠিয়ে তাকে ডেকে আনালেন। সে ছিল সুস্বাস্হ্যের অধিকারী ও তার চোখ-দুটি ছিল সুন্দর এবং দেখতেও সে ছিল রূপবান।
তখন সদাপ্রভু বলে উঠলেন, “ওঠো ও একে অভিষিক্ত করো; এই সেই লোক।”
তাই শমূয়েল তেলের শিঙা নিয়ে তাকে তার দাদাদের উপস্হিতিতে অভিষিক্ত করলেন, আর সেইদিন থেকেই সদাপ্রভুর আত্মা দাউদের উপর সপরাক্রমে নেমে এলেন। পরে শমূয়েল রামায় চলে গেলেন।
1 শমূয়েল 16:11-13
[8]হে যিহূদা, তোমার দাদা-ভাইয়েরা তোমার প্রশংসা করবে;
তোমার শত্রুদের ঘাড়ে তোমার হাত থাকবে;
তোমার বাবার ছেলেরা তোমার কাছে মাথা নত করবে।
তুমি এক সিংহশাবক, হে যিহূদা;
বাছা, তুমি শিকার করে ফিরে এলে।
এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে,
এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে?
যিহূদা থেকে রাজদণ্ড বিদায় নেবে না,
তার দুই পায়ের ফাঁক থেকে শাসকের ছড়িও সরে যাবে না,
যতদিন না তিনি আসছেন সেটি যাঁর অধিকারভুক্ত
আর জাতিদের সেই আনুগত্য তাঁরই হবে।
সে এক দ্রাক্ষালতায় তার গাধা বেঁধে রাখবে,
তার অশ্বশাবক সেই পছন্দসই ডালে বেঁধে রাখবে;
দ্রাক্ষারসে সে তার জামাকাপড় ধোবে,
তার আলখাল্লাগুলি ধোবে দ্রাক্ষারসের রক্তে।
তার চোখ-দুটি দ্রাক্ষারসের থেকেও বেশি রক্তবর্ণ হবে,
তার দাঁতগুলি দুধের থেকেও বেশি সাদা হবে।
আদি পুস্তক 49:8-12
[9]এবং তিনি যিহূদার বিষয়ে এই কথা বলেছিলেন:
“হে সদাপ্রভু, তুমি যিহূদার কান্না শোনো;
তার লোকদের কাছে তাকে আনো।
সে নিজের হাতে তার উদ্দেশ্য রক্ষা করে।
শত্রুর বিরুদ্ধে তুমি তার সাহায্যকারী হও!”
দ্বিতীয় বিবরণ 33:7
[10]যিহূদার উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কার্য করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। যিহূদা গোষ্ঠীর জনসংখ্যা ছিল 74,600।
গণনা পুস্তক 1:26-27
[11]যিহোশূয়ের মৃত্যুর পর ইস্রায়েলীরা সদাপ্রভুকে জিজ্ঞাসা করল, “কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের মধ্যে থেকে কোনও গোষ্ঠী প্রথমে যাবে?”
সদাপ্রভু উত্তর দিলেন, “যিহূদা গোষ্ঠী যাবে; আমি তাদেরই হাতে এই দেশটি সমর্পণ করেছি।”
বিচারকর্তৃগণ 1:1-2
[12]ইস্রায়েলীরা বেথেলে গিয়ে ঈশ্বরের কাছে জানতে চাইল। তারা বলল, “বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের মধ্যে থেকে কারা আগে যাবে?”
সদাপ্রভু উত্তর দিলেন, “যিহূদা গোষ্ঠী আগে যাবে।”
বিচারকর্তৃগণ 20:18
[13]ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলেরা: (তিনি বড় ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি তাঁর বাবার বিবাহ-শয্যা কলুষিত করলেন, তখন তাঁর বড়াধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দিয়ে দেওয়া হল; তাই তাঁর জন্মগত অধিকারের আধারে তিনি বংশতালিকায় স্থান পাননি, এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল)
1 বংশাবলি 5:1-2
–--------------------
দানিয়েল স্টিফেন (Daniel Stephen)
0 coment rios: