Tuesday, August 1, 2023

পূর্ব দেশের পন্ডিতেরা কারা ছিলেন?

 

লেখকঃ পাষ্টর জনসন সরকার।

হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পূর্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত যিরূশালেমে আসিয়া কহিলেন, যিহূদীদের যে রাজা জন্মিয়াছেন, তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তাঁহার তারা দেখিয়াছি, ও তাঁহাকে প্রণাম করিতে আসিয়াছি।” মথি২:১-২; (কেরী)

প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের (যীশু খ্রীষ্টের) জন্মের সাথে পূর্ব দেশের পন্ডিতেদের ঘটনাটি সব খ্রীষ্টিয়ানদের কাছে প্রচলিত একজন খ্রীষ্টিয়ান হিসাবে আমাদের অনেকে মনে কৌতুহল জাগে উদাহরনস্বরূপঃ

পূর্ব দেশটা কোথায়? পূর্ব দেশের পন্ডিতেরা কোন ধর্মের ছিলেন?

তারা সংখ্যায় কতজন ছিলেন?

তারা কি কারনে প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের দর্শন করতে এসেছিলেন?

পূর্ব দেশের এবং পূর্বদেশের পন্ডিতদের পরিচয়ঃ

গ্রিক বাইবেলে মথি ২:১; লেখা আছে, “μάγοι ἀπὸ ἀνατολῶν” (magoi apo anatolōn)  যার অর্থ হলোঃ “পূর্ব দেশের পন্ডিতেরা” গ্রিক শব্দ μάγοι (magoi)  যার অর্থঃ পন্ডিত, জাদুকর। গ্রিক শব্দ μάγοι (magoi)  এসেছে এসেছে প্রাচীন পারসীয়ান ভাষা magus এবং magâunô থেকে। প্রাচীন পারসীয়ান ভাষায় এর অর্থ হলো জরথুষ্ট ধর্মযাজকদের উপাধি[1] গ্রিক শব্দ μάγοι (magoi)  লিখিত দলিলেও এর স্পষ্ট প্রমান পাওয়া যায়, (Yasna 33.7: "ýâ sruyê parê magâunô" = "so I can be heard beyond Magi")”

সাধু মথি তার সুসমাচারে পন্ডিতদের বোঝানোর জন্য গ্রিক শব্দ μάγοι (magoi)  ব্যবহার করেছেন আর প্রথম শতাব্দির বিশ্বাসিরা এই শব্দের সাথে পরিচিত ছিল তাই তারা জানতেন যে এই পন্ডিতেরা জরথুষ্ট ধর্মের যাজক ছিলেন। এখান থেকে আমাদের আরেকটি প্রশ্নের জবাব পাওয়া যায় যে “এই পন্ডিতেরা পারসীয়ান ছিল। যা পূর্বে পার্থিয়ান সাম্রাজ্য নামে সুপ­­­­রিচিত ছিল।

পার্থিয়ান সাম্রাজ্য, আর্সাসিদ সাম্রাজ্য নামেও পরিচিত, খ্রিস্টপূর্ব ২৪৭ খ্রিস্টাব্দ থেকে ২২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন ইরানের একটি প্রধান ইরানি রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি ছিল। সাম্রাজ্যের দ্বিতীয় নামটি প্রতিষ্ঠাতা প্রথম আর্সেসাসের নাম থেকে এসেছিল। প্রথম আর্সেসাস ইরানের উত্তর-পূর্বে পার্থিয়া অঞ্চল ও তারপর আন্দ্রাগোরাসের অধীনে একটি সত্রপ (প্রদেশ) জয় করার জন্য পার্নি উপজাতির নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেলেউকিদোন সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। প্রথম মিথ্রিদেটস (১৭১-১৩২ খ্রিস্টপূর্বাব্দ) সেলেউকিদদের কাছ থেকে মাদ  মেসোপটেমিয়া দখল করে সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটান। শীর্ষ সময়ে, পার্থিয়ান সাম্রাজ্য ইউফ্রেটিসের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল, যা এখন মধ্য-পূর্ব তুরস্ক থেকে বর্তমান আফগানিস্তান  পশ্চিম পাকিস্তান পর্যন্ত বিস্তৃত এক বিস্তীর্ণ এলাকা। ভূমধ্যসাগরীয় অববাহিকায় রোমান সাম্রাজ্য  চীনের হান রাজবংশের মধ্যে রেশম বাণিজ্য পথে অবস্থিত সাম্রাজ্যটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল।[2] পবিত্র বাইবেলে আমরা বাবিল অথবা ব্যবিলনের নাম শুনেছি এটাই সেই দেশ। প্রাচীন চার্চ ফাদারেরাও এই কথা বলেছিলেন, “"the east". It is Babylon, according to St. Maximus (Homil. xviii in Epiphan.); and Theodotus of Ancyra (Homil. de Nativitate, I, x); Persia, according to Clement of Alexandria (Stromata I.15) and St. Cyril of Alexandria (In Is., xlix, 12);

পন্ডিতদের সংখ্যাঃ পবিত্র শাস্ত্রে পন্ডিতদের সংখ্যা উল্লেখ করা হয়নি তবে তাদের ৩টি উপহারের বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, “পরে তাঁহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাঁহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন, ও ভূমিষ্ঠ হইয়া তাঁহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাঁহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।” মথি২:১১; (কেরী)

যেহেতু ৩টি উপহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে তার জন্য অধিকাংশ বাইবেল স্কলারেরা ৩ জন পন্ডিতের বিবরনকে স্বীকার করেন। এছাড়াও প্রাচীন চার্চ ফাদারেরাও ৩ জন পন্ডিতের বিবরনকে বিশ্বাস করতেনOrigen (AD 184-254), St. Leo the Great (AD 400-461), and St. Maximus of Turin (AD 380-465) accepted three magi.

যে কারনে তারা প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের দর্শন করতে এসেছিলেনঃ

নবী দানিয়েল ব্যবিলনে ছিলেন (দানিয়েল১:১-৭;) যা পার্থিয়ান (পারসিয়ান) সাম্রাজ্রের অন্তরভূক্ত ছিলে ,তার কাছে পুরাতন নিয়মের রক্ষিত কপি ছিল (দানিয়েল৯:২)[3] নবী দানিয়েলের কাছে থেকেই এই পন্ডিতেরা প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের বিষয়ে জানতে পরেছিলেন কারন নবী দানিয়েল সেখান থেকেই প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছিলনে (দানিয়েল৭:১৩-১৪;,৯:২৪-২৬) তাই এটা স্বাভাবিক যে, জরথুষ্ট ধর্মের যাজকেরা নবী দানিয়েলের কাছ থেকেই প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের আগমন সম্পর্কে জানতে পারে “ A star will come out of Jacob; a scepter will rise out of Israel.” গণনাপুস্তক২৪:১৭; (NIV)

তাই যখন প্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের জন্মের সময়ে ইস্রায়েলে তারা উদয় হয় তখন সেই সময়ের জরথুষ্ট ধর্মের যাজকেরাপ্রভু ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকে দর্শন করার উদ্দেশ্যে তাদের দেশ ত্যাগ করেন।

 

 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: