কুরবানী ও বলির মাংস কি খ্রীষ্টিয়ানদের জন্য বৈধ?
অনেক খ্রীষ্টিয়ান ভাইবোনের মনে প্রশ্ন থাকে কুরবানীর মাংস খাওয়া যাবে কি না? বাইবেলে বিজাতীয় কোন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা খাদ্যকে অগ্রহণযোগ্য বলে সুস্পষ্ট রায় দেয়া হয়েছে। আল্লাহ কি বিজাতীয় ঈশ্বর? অবশ্যই এটা সত্য যে কুরআনের আল্লাহ আর বাইবেলের ইয়াওয়ে একই ঈশ্বর নন। এ ব্যাপারে নিম্নের ছোট লেখাটি পড়তে পারেন-
https://www.responsetoantichrist.com/2022/07/blog-post.html
কুরবানীর তথ্যেও মুসলিমদের মাঝে বিরাট ভ্রান্তি আছে বলে আমরা বিশ্বাস করি। কারণ কুরআনে সুস্পষ্টভাবে ইসহাক না ইস্মায়েল কাকে কুরবানী দিতে নেয়া হয়েছিল তার উল্লেখ নেই বরং কুরআনের বর্ণনা, হাদিসের সাক্ষ্য, উল্লেখযোগ্য সাহাবীদের মত সবকিছুই ইসহাককেই যে কুরবানী দিতে নেয়া হয়েছিল তারই সাক্ষ্য বহন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য মুসলিমদের এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত এই লেখায় জানতে পারবেন-
https://www.responsetoantichrist.com/2023/04/blog-post_9.html
বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে পরিস্কারভাবেই অন্য কোন দেবতার কাছে উৎসর্গ করা খাদ্য ভোজনকে নিষিদ্ধই নয় ভীষণ শাস্তিযোগ্য বলে ঘোষণা করেছে-
✡️ তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে: তুমি সেখানে বিলিয়মের শিক্ষাবলম্বী কিছু মানুষকে থাকতে দিয়েছ, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল, যেন সে ইস্রায়েলীদের প্রলুব্ধ করে, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গীকৃত বলি ভক্ষণ করার ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করে। একইভাবে, তোমার মধ্যেও নিকোলায়তীয়দের শিক্ষালম্বী কিছু মানুষ আছে। সেই কারণে, মন পরিবর্তন করো! অন্যথায়, আমি শীঘ্রই তোমার কাছে এসে আমার মুখের তরোয়াল দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করব।
প্রকাশিত বাক্য 2:14-16✡️
✡️ তবুও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা-ভাববাদী বলে। তার শিক্ষামালার দ্বারা সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উত্সর্গীকৃত বলি ভক্ষণ করার জন্য ভ্রান্তপথে চালিত করে। তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি। সেই কারণে, আমি কষ্টভোগের জন্য তাকে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করে, তারা যদি তার পথসমূহ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড ক্লেশভোগে ফেলে দেব। আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেকজনকে, তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।
প্রকাশিত বাক্য 2:20-23✡️
জেরুশালেম মন্ডলীর পক্ষে যাকোব বলেছিলেন-
✡️ অতএব আমার বিচার এই, যে সমস্ত অইহুদি ঈশ্বরের অভিমুখ হচ্ছে, আমরা তাদের কষ্ট দেব না। বরং আমরা পত্র লিখে তাদের জানিয়ে দেব, যেন তারা প্রতিমাদের দ্বারা কলুষিত খাদ্যদ্রব্য, অবৈধ যৌন-সংসর্গ, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস ও রক্ত ভোজন করা থেকে বিরত থাকে।
প্রেরিত 15:19-20✡️
✡️পবিত্র আত্মা ও আমাদের কাছে এ বিষয়ে বিহিত মনে হয়েছে, নিম্নলিখিত প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া, আমরা যেন আর কোনো বিষয়েই আপনাদের ভারগ্রস্ত না করি। আপনারা দেবমূর্তিদের কাছে উত্সর্গীকৃত আহার্য-দ্রব্য, রক্ত, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং অবৈধ যৌন-সংসর্গ থেকে নিবৃত্ত থাকবেন। এই সমস্ত বিষয় এড়িয়ে চললে আপনাদের মঙ্গল হবে।
বিদায়।
প্রেরিত 15:28-29✡️
পৌল বলেছেন-
✡️ ইস্রায়েল জাতির বিষয়ে বিবেচনা করে দেখো। যারা বিভিন্ন বলির মাংস আহার করে, তারা কি যজ্ঞবেদিতে অংশগ্রহণকারী হয়ে ওঠে না? তাহলে আমি একথাই বোঝাতে চাইছি যে, প্রতিমার কাছে উত্সর্গীকৃত বলির কী-মূল্য? বা কোনও প্রতিমারই বা কী-মূল্য? কিছু নয়, কিন্তু পৌত্তলিকদের নিবেদিত সব বলিদান ভূতদের উদ্দেশে নিবেদিত হয়, ঈশ্বরের উদ্দেশে নয়। আর আমি চাই না, তোমরা ভূতদের সঙ্গে অংশগ্রহণকারী হও। তোমরা একইসঙ্গে প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র থেকে অংশগ্রহণ করতে পারো না। আমরা কি প্রভুর ঈর্ষা জাগ্রত করার চেষ্টা করছি? আমরা কি তাঁর চেয়েও শক্তিমান?
1 করিন্থীয় 10:18-22✡️
✡️কিন্তু কেউ যদি তোমাদের বলে, “এ প্রতিমার কাছে উত্সর্গীকৃত বলি,” তাহলে যে বলল, সেই ব্যক্তির জন্য ও বিবেকের কারণে তোমরা তা ভোজন কোরো না।
1 করিন্থীয় 10:28 ✡️
নীচের এই পদে পৌল বলেছেন, আমাদের ভোজন, পান যা কিছুই হোক, তা যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। অর্থাৎ ঈশ্বরকে অগৌরব করে এমন কিছুই যেন আমরা না করি।
✡️অতএব, তোমরা ভোজন কি পান বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো। ইহুদি, গ্রিক, কি ঈশ্বরের মণ্ডলী, কারও বিঘ্নের কারণ হোয়ো না, যেমন আমিও সব উপায়ে সব মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কারণ আমি নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু বহু মানুষের জন্য করি, যেন তারা পরিত্রাণ লাভ করে।
1 করিন্থীয় 10:31-33✡️
কুরবানী বিজাতীয় ঈশ্বরের উদ্দেশ্যে এক বিশেষ উৎসর্গ। এটি সাধারণভাবে বাজারে পাওয়া মাংসের তুল্য নয়। বাজারে প্রাপ্ত মাংসেও অনেক সময় বিজাতীয় ঈশ্বরের নামযুক্ত থাকে। বিজাতীয় দেশে এসমস্ত বিষয় মেনে নেয়া ছাড়া বিশ্বাসোদের কোন উপায় অনেক সময়ই থাকে না, কিন্তু এগুলো যথাসম্ভব পরিহার করে চলাই আমাদের জন্য মঙ্গলকর, কারণ আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। অনেকে বলতে পারেন পৌল বাজারে পাওয়া মাংস খেতে বলেছেন-
✡️বিবেকের প্রশ্ন না-তুলে মাংসের বাজারে যা-বিক্রি হয়, তা ভোজন কোরো।
1 করিন্থীয় 10:25✡️
আমাদের বুঝার বিষয় হচ্ছে, তখনকার সময়ে বাজারে প্রাপ্ত মাংস হয়ত প্রতিমার নামে উতসর্গ হত না। তবে কেউ যদি জানায় যে এই মাংস প্রতিমার কাছে উতসর্গকৃত তাহলে এটা ভক্ষণ নিষিদ্ধ (১ম করিন্থীয় ১০ঃ২৮)।
আমাদের লক্ষ্য রাখতে হবে বাইবেল বলে-
✡️ তোমরা কি জানো না যে, তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছ? তোমরা আর তোমাদের নিজেদের নও, তোমাদের এক মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। অতএব, তোমাদের শরীর দ্বারা তোমরা ঈশ্বরের গৌরব করো।
1 করিন্থীয় 6:19-20✡️
⛔তাই আসুন এলোহিমের ক্রোধ থেকে বাঁচতে কুরবানীর মাংসকে "না" বলি।
===================
দানিয়েল স্টিফেন
0 coment rios: