Wednesday, June 28, 2023

ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক কেন তরবারি ক্রয় করতে বলেছিলেন?

 

লেখক: পাষ্টর জনসন সরকার।

সমালোচকদের দাবি: 

তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, কিন্তু এখন যাহার থলি আছে, সে তাহা গ্রহণ করুক, সেইরূপ ঝুলিও গ্রহণ করুক; এবং যাহার নাই, সে আপন চোগা বিক্রয় করিয়া খড়্‌গ ক্রয় করুক।কেননা আমি তোমাদিগকে বলিতেছি, এই যে বচন লিখিত আছে, “আর তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন,” তাহা আমার মধ্যে পূর্ণ হইতে হইবে; কারণ আমার সম্বন্ধীয় যাহা, তাহা সিদ্ধি পাইতেছে। তখন তাঁহারা কহিলেন, প্রভু, দেখুন, দুইখানি খড়্‌গ আছে। তিনি তাহাদিগকে কহিলেন, এই যথেষ্ট।

- লূক ২২:৩৬-৩৮; এখানে ঈসা (আ:) তার অনুসারিদের তরবারী কিনতে বলেছেন এবং জিহাদের ঘোষনা দিয়েছেন।


জবাব

মোটেই ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক (যীশু খ্রীষ্ট) তার অনুসারিদের ধর্মযুদ্ধের জন্য দুটি তরবারি ত্রুয় করতে বলেন নি। রোমান সম্রাজ্যকে পরাস্ত করার জন্য কি মাত্র দুটি তরবারী ১১ জন শিষ্যের জন্য যথেষ্ট হতে পারে? কখনই না।  

শিষ্যরা যখন বললেন " আমাদের কাছে দুটি তরবারি আছে,  তখন ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক বললেন যথেষ্ট।" কারন এই দুটি তরবারি দিয়ে রোমান সেনাদের কোন যুক্তিতে হারানো সম্ভব না। 

ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক তার শিষ্যদের আত্মরক্ষার জন্য মূলত এই তরবারি কিনতে বলেছিলেন ধর্মযুদ্ধের জন্য নয়। কারন তিনি জানতেন তিনি চলে যাওয়ার পরে তার শিষ্যদের উপরে অনেক নির্যাতন আসবে শুধুমাত্র সেই কারনে তার শিষ্যদের আত্মরক্ষার জন্য তিনি তাদের তরবারি কিনতে বলেছিলেন। আত্মরক্ষা করা কোন পাপ নয় তাই ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক তার শিষ্যদের কোন জিহাদি আদেশ দিয়ে জান নি বরং আত্মরক্ষার আদেশ দিয়ে গেছেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

2 comments: