Tuesday, June 27, 2023

খ্রীষ্টীয়ান নাম কি পৌত্তলিকদের দেওয়া?

 

লেখক: পাষ্টর জনসন সরকার।

সমালোচকদের দাবি: যীশু খ্রীষ্ট (ঈসা আ:) কখনই তার অনুসারিদের খ্রীষ্টান বলেন নি, বরং এই নামটি এসেছে পৌত্তলিকদের থেকে,  খ্রীষ্টান নাম  পৌত্তলিকদের দেওয়া নাম।

জবাব:

প্রথম দাবি খন্ডন: "যীশু খ্রীষ্ট (ঈসা আ:) কখনই তার অনুসারিদের খ্রীষ্টান বলেন নি"

গ্রিক শব্দ Χριστιανούς (Christianous) এর অর্থ Follower of Christ (ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকে অনুসারী)। অনেকে মনে করেন এই নামটি ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক তার  অনুসারীদের জন্য কখনই ব্যবহার করেন নি। এই দাবি সত্য নয়। কারন ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক তার  অনুসারীদের সংগা দিয়ে ছিলেন যা পবিত্র বাইবেলেই লেখা আছ,  মার্ক ৯:৪১ পদ

New King James Version
For whoever gives you a cup of water to drink in My name, because you belong to Christ, assuredly, I say to you, he will by no means lose his reward.

New American Standard Bible
For whoever gives you a cup of water to drink because of your name as followers of Christ, truly I say to you, he shall by no means lose his reward.

NASB 1995
“For whoever gives you a cup of water to drink because of your name as followers of Christ, truly I say to you, he will not lose his reward.

NASB 1977
“For whoever gives you a cup of water to drink because of your name as followers of Christ, truly I say to you, he shall not lose his reward.

Amplified Bible
For whoever gives you a cup of water to drink because of your name as followers of Christ, I assure you and most solemnly say to you, he will not lose his reward.

কেরী
বাস্তবিক যে কেহ তোমাদিগকে খ্রীষ্টের লোক বলিয়া এক বাটি জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সে কোন মতে আপন পুরস্কার হইতে বঞ্চিত হইবে না।

অনুবাদ গুলো পড়ে স্পষ্ট বোঝা যায়, যারা ইয়েশূয়া হা ম্যাসিয়াঁকের নাম ধারন করে তাকে অনুসরন করে তারাই খ্রীষ্টান/ খ্রীষ্টের লোক, কারন খ্রীষ্টান নামের অর্থই: Follower of Christ এবং ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক সয়ং তার অনুসারিদের Definition দিয়েগেছেন।

এছাড়াও তিনি মানুষদের তার অনুসারী (Christian)
হতে বলেছেন,

My sheep listen to my voice; I know them, and they follow me. John 10:27

As Jesus went on from there, he saw a man named Matthew sitting at the tax collector’s booth.  ‘Follow me’, he told him, and Matthew got up and followed him.” Matthew 9:9


দ্বিতীয় দাবি খন্ডন: "খ্রীষ্টান নাম  পৌত্তলিকদের দেওয়া নাম।"

প্রেরিত ১১ অধ্যায় ১৯-২৮ পদ Context অনুসারে

ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহূদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে কয়েক জন কুপ্রীয় ও কুরীণীয় লোক ছিল; ইহারা আন্তিয়খিয়াতে আসিয়া গ্রীকদের নিকটেও কথা কহিল, প্রভু যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করিল। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় যিরূশালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল; তাহাতে ইঁহারা আন্তিয়খিয়া পর্যন্ত বার্ণবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন; এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে; কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার্ষে গমন করিলেন, এবং তাঁহাকে পাইয়া আন্তিয়খিয়াতে আনিলেন। আর তাঁহারা সম্পূর্ণ এক বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন, এবং অনেক লোককে উপদেশ দিলেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা ‘খ্রীষ্টীয়ান’ নামে আখ্যাত হইল। সেই সময়ে কয়েক জন ভাববাদী যিরূশালেম হইতে আন্তিয়খিয়াতে আসিলেন। তাঁহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে, সমুদয় পৃথিবীতে মহাদুর্ভিক্ষ হইবে; তাহা ক্লৌদিয়ের অধিকার সময়ে ঘটিল।"

১. শিষ্যরা ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়াতে ইহুদি এবং পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করছিলেন।

২. বহু লোক  সুসমাচারে বিশ্বাস করায় যেরূশালেম থেকে বার্নাবাসে তা দেখার জন্য প্রেরন করা হলো। বার্নাবাস সব কিছু স্বচক্ষে দেখে ইয়াওয়ে এলোহীমের গৌরব করলেন এবং পৌলকে (শৌলকে) আন্তিয়খিয়াতে নিয়ে আসলেন।

৩. শিষ্যরা এক বছর আন্তিয়খিয়াতে প্রচার কার্য চালালেন আর আন্তিয়খিয়াতে বিশ্বাসীদের দ্বারাই তারা "খ্রীষ্টীয়ান’ নামে আখ্যাত হইলেন" এখানে কোথায় লেখা নাই যে "খ্রীষ্টীয়ান" নামটি পরজাতিরা দিয়েছিল এবং এখানে স্পষ্ট দেখা যায় আন্তিয়খিয়াতে বিশ্বাসীদের দ্বারাই তারা "খ্রীষ্টীয়ান" নামে শিষ্যরা আখ্যায়িত হন। আর "খ্রীষ্টীয়ান" নামের অর্থ "Follower of Christ" যা ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক এর দেওয়া নাম।  ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক তার অনুসারিদের জন্য এই অর্থ সহ নামটি ব্যবহার করেন এবং পরে সেই অর্থসহ নামটিকে একটি নামে চিহ্নিত করা হয় যার অর্থের বিন্দু মাত্র পার্থক্য নেই।

৪. সেই সময়ে ইয়াওয়ে এলোহীমের কিছু নবীও আন্তিয়খিয়াতে এসেছিলেন এবং সেখানে ভাববানি করেরেছিলেন, তাদের মধ্যে একজনের নাম "আগাব" অর্থাৎ আন্তিয়খিয়াতে মন্ডলী নবীদের দ্বারা সত্যায়িত ছিল। তাই এটা বলার কোন সুযোগ নেই যে, খ্রীষ্টীয়ান নাম  পৌত্তলিকদের দেওয়া নাম।"

যারা পবিত্র বাইবেলের প্রকৃত জ্ঞান রাখে না তারা এমন দাবি করতেই পারে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কারন ইয়েশূয়া হা ম্যাসিয়াঁক বলেছেন, "আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে; কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।" মথি ১০:২২;


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: