লেখকঃ পাষ্টর জনসন সরকার।
খ্রীষ্ট ধর্ম বিরোধী লোকেরা প্রায় দাবি করে ইহুদি খ্রীষ্টানদের কাছে পবিত্র বাইবেলের chain of authorities নেই তাই পবিত্র বাইবেল বিশ্বাস যোগ্য নয় ইত্যাদি তারা বলে থাকেন। অবশ্যই আমাদের কাছে পবিত্র বাইবেলের chain of authorities আছে। কিভাবে এই গ্রন্থ আমাদের কাছে সংরক্ষিত আছে তার যথেষ্ট দলিল আমাদের কাছে আছে। পবিত্র শাস্ত্রের অনেক কপি অনেক ভাবে অনেকের কাছেই সংরক্ষিত ছিল। আমরা জানি বর্তমানে কিভাবে পবিত্র শাস্ত্রের কপি আমাদের হাতে রয়েছে।
পুরাতন নিয়মের Chain of Authorities
১। Chain of Authorities
משֶׁה קִבֵּל תּוֹרָה מִסִּינַי, וּמְסָרָהּ לִיהוֹשֻׁעַ, וִיהוֹשֻׁעַ לִזְקֵנִים, וּזְקֵנִים לִנְבִיאִים, וּנְבִיאִים מְסָרוּהָ לְאַנְשֵׁי כְנֶסֶת הַגְּדוֹלָה. הֵם אָמְרוּ שְׁלשָׁה דְבָרִים, הֱווּ מְתוּנִים בַּדִּין, וְהַעֲמִידוּ תַלְמִידִים הַרְבֵּה, וַעֲשׂוּ סְיָג לַתּוֹרָה:
Moses received the Torah at Sinai and transmitted it to Joshua, Joshua to the elders, and the elders to the prophets, and the prophets to the Men of the Great Assembly. They said three things: Be patient in [the administration of] justice, raise many disciples and make a fence round the Torah.[1]
নবী মোশি তৌরাহ পেয়েছিলেন ইয়াওয়ে এলোহীমের কাছ থেকে সিনয় পর্বতে, সেই তৌরাহ নবী যিহোশূহ পেয়েছিলেন নবী মোশির কাছ থেকে, নবী যিহোশূহের কাছ থেকে পেয়েছেন প্রাচীণ নেতারা, প্রাচীণ নেতাদের কাছ থেকে পেয়েছিলেন অন্যান্য নবীরা এবং নবীদের থেকে পেয়েছে শ্রেষ্ট ইহুদি সমাজের ধর্ম গুরুরা।
২। Chain of Authorities
ইহুদি ধর্ম গ্রন্থ মিশানাতে পবিত্র বাইবেলে অনুলীপি লেখক নাহুমের স্বীকারক্তি রয়েছেঃ
מַעֲשֶׂה שֶׁזָּרַע רַבִּי שִׁמְעוֹן אִישׁ הַמִּצְפָּה לִפְנֵי רַבָּן גַּמְלִיאֵל, וְעָלוּ לְלִשְׁכַּת הַגָּזִית וְשָׁאָלוּ. אָמַר נַחוּם הַלַּבְלָר, מְקֻבָּל אֲנִי מֵרַבִּי מְיָאשָׁא, שֶׁקִּבֵּל מֵאַבָּא, שֶׁקִּבֵּל מִן הַזּוּגוֹת, שֶׁקִּבְּלוּ מִן הַנְּבִיאִים, הֲלָכָה לְמשֶׁה מִסִּינַי, בְּזוֹרֵעַ אֶת שָׂדֵהוּ שְׁנֵי מִינֵי חִטִּין, אִם עֲשָׂאָן גֹּרֶן אַחַת, נוֹתֵן פֵּאָה אַחַת. שְׁתֵּי גְרָנוֹת, נוֹתֵן שְׁתֵּי פֵאוֹת:
It happened that Rabbi Shimon of Mitzpah planted his field [with two different kinds] and came before Rabban Gamaliel. They both went up to the Chamber of Hewn Stone and asked [about the law]. Nahum the scribe said: I have a tradition from Rabbi Meyasha, who received it from Abba, who received it from the pairs [of sages], who received it from the prophets, a halakhah of Moses from Sinai, that one who plants his field with two species of wheat, if he makes up of it one threshing-floor, he gives only one peah, but if two threshing-floors, he gives two peahs.[2]
নাহূম পবিত্র শাস্ত্র পেয়েছেন রাব্বি মিয়াশার কাছ থেকে, যা রাব্বি মিয়াশায়া তার পিতার কাছ থেকে পেয়েছিলেন, তার পিতা পেয়েছেন প্রাচীন ইহুদি সাধুদের কাছ থেকে, প্রাচীন ইহুদি সাধুরা পেয়েছেন সরাসরি নবীদের কাছ থেকে এবং নবীরা পেয়েছিলেন সরাসরি নবী মোশির কাছ থেকে এবং নবী মোশি সিনয় পর্বতে ইয়াওয়ে এলোহীমের কাছ থেকে পেয়েছিলেন।
৩। Chain of Authorities
עמון ומואב מעשרין מעשר עני בשביעית וכל הארצות כשאר שני שבוע אם מעשר עני מעשר עני ואם מעשר שני מעשר שני א"ר יוסי בן דורמסקית אני הייתי עם זקנים הראשונים כשבאו מיבנה ללוד ומצאתי את ר' אליעזר שהיה יושב בחנות של נחתומין בלוד אמר לי מה חדוש היה לכם בבהמ"ד היום. אמרתי לו תלמידיך אנו ומימיך אנו שותין אמר לי א"א בלא חידוש אמרתי את ההלכות ואת התשובות ואת המומין וכשהגיע לזה זלגו עיניו דמעות אמר (תהילים כ״ה:י״ד) סוד ה' ליראיו ובריתו להודיעם ואומר (עמוס ג׳:ז׳) כי לא יעשה ה' אלהים דבר כי אם גלה סודו אל עבדיו הנביאים. צא אמור להן אל תחושו למנייניכם כך מקובלני מרבן יוחנן בן זכאי שקיבל מן הזוגות והזוגות מן הנביאים ממשה הלכה <למשה> מסיני שעמון ומואב מעשרין מעשר עני בשביעית.
Amon and Moab—they tithe poor tithe in the seventh year. And in all lands on other years of the seven-year cycle: if [they do] poor tithe, poor tithe; if second tithe, second tithe. Said Rabbi Yose ben Durmaskit: I was with the early elders when they came from Yavneh to Lod and I found Rabbi Eliezer sitting in the baker's shop in Lod. He said to me: What new learning do you have in the study house today? I said to him: We are your students and we drink from your waters! He said to me: It is impossible there was no new learning! I told him the laws, the answers and everything. But when I came to this, his eyes flowed with tears. He said, "God's secret is for those who fear Him and He makes known His covenant to them" (Psalms 25:14); and it says, "Does the Lord God do anything without revealing His secret to His servants the prophets?" (Amos 3:7). Go and say to them: Do not pay attention to your number [i.e. the court]! Thus I received from Rabban Yohanan ben Zakkai, he received it from the Pairs, and the Pairs from the prophets, from Moses, a law from Sinai, that Amon and Moab they tithe the poor tithe in the seventh year!
রাব্বি ইয়োসিবেন [Rabbi Yose ben] পবিত্র শাস্ত্র পেয়েছেন রাব্বি ইউহোন্না-বেন-যাখায়ি এর কাছ থেকে ইউহোন্না-বেন-যাখায়ি পেয়েছিলেন প্রাচীন ইহুদি সাধুদের কাছ থেকে, প্রাচীন ইহুদি সাধুরা পেয়েছেন সরাসরি নবীদের কাছ থেকে এবং নবীরা পেয়েছিলেন সরাসরি নবী মোশির কাছ থেকে এবং নবী মোশি সিনয় পর্বতে ইয়াওয়ে এলোহীমের কাছ থেকে পেয়েছিলেন।
৪। Chain of Authorities
I [Rabbi Eliezer] received a tradition from Rabbi Yohanan ben Zakkai who heard it from his teacher, and his teacher from his teacher, and so back to a halachah given to Moses from Sinai, that Ammon and Moab must give tithe for the poor in the seventh year.[3]
রাব্বি [Rabbi Eliezer] পবিত্র শাস্ত্র পেয়েছেন রাব্বি ইউহোন্না-বেন- যাখায়ি এর কাছ থেকে। ইউহোন্না-বেন- যাখায়ি পেয়েছিলেন তার শিক্ষকদের[রাব্বিদের] কাছ থেকে, তার শিক্ষকেরা তাদের পূর্বের শিক্ষকদের এবং তাদের সরাসরি নবী মোশির কাছ থেকে এবং নবী মোশি সিনয় পর্বতে ইয়াওয়ে এলোহীমের কাছ থেকে পেয়েছিলেন।
৫। Chain of Authorities
Rabbi Joshua said: I have received a tradition from Rabban Yohanan ben Zakkai, who heard it from his teacher, and his teacher [heard it] from his teacher, as a halakhah [given] to Moses from Sinai,[4]
রাব্বি যিহশূয় পবিত্র শাস্ত্র পেয়েছেন রাব্বি ইউহোন্না-বেন- যাখায়ি এর কাছ থেকে। ইউহোন্না-বেন- যাখায়ি পেয়েছিলেন তার শিক্ষকদের [রাব্বিদের] কাছ থেকে, তার শিক্ষকেরা তাদের পূর্বের শিক্ষকদের এবং তাদের সরাসরি নবী মোশির কাছ থেকে এবং নবী মোশি সিনয় পর্বতে ইয়াওয়ে এলোহীমের কাছ থেকে পেয়েছিলেন।
পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের স্পষ্ট Chain of Authorities আমাদের কাছে আছে যা শতভাগ বিশুদ্ধ।
[1] Pirkei Avot1:1 https://www.sefaria.org/ Pirkei_Avot.1.1?lang=bi
[3] Mishnah Yadayīm 4:3 https://www.sefaria.org/
[4] Mishnah Eduyyot 8:7 https://www.sefaria.org/
0 coment rios: