খ্রীষ্টিয়ানরা কি "কুমারী জন্মের" গল্প তৈরী করেছে?
নাস্তিক ও সংশয়বাদীদের খ্রীষ্টিয়ানিটির বিরূদ্ধে বড় অভিযোগের বিষয় হলো ইয়েহশুয়ার(যীশুর) কুমারী মাতার গর্ভে জন্মের বিষয়টি। এ ব্যাপারে তাদের প্রায় সময়ই নানা কদর্য ভাষায় আক্রমণ করতেও আমরা দেখি। কিন্তু আসলে কি কুমারী জন্ম একটি অবাস্তব, গাজাখুরি বিষয় যা খ্রীষ্টিয়ানরা উদ্দেশ্যমূলকভাবে ইয়েহশুয়ার উপর আরোপ করেছে?
বিজ্ঞান বস্তুগত প্রমাণের উপর নির্ভর করে। যা বস্তুগত প্রমাণ বা কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না এ ব্যাপারে বিজ্ঞান নিশ্চুপ থাকে। অর্থাৎ বিজ্ঞানের একটা পর্যায় পর্যন্ত সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান আত্মা সম্পর্কে ধারণা দিতে পারে না যেহেতু একে ধরা যায় না, ছোঁয়া যায় না, প্রমাণ করা যায় না। কিন্তু বিজ্ঞানীরা হতবাক ও নিরুত্তর হয়ে যান যখন দেখেন "প্রায় মৃত্যুর অভিজ্ঞতা" লাভকারী ব্যক্তিরা কোমাতে থাকা অবস্থায় পৃথিবীতে ঘটা এমন ঘটনাগুলো বলে দিচ্ছেন যা কোন মতেই তাদের জানার কথা নয়, অথচ সেই বর্ণনাগুলো হুবহু সত্য।
একই ঘটনা ঘটেছে "কুমারী জন্ম" বিষয়ে। প্রকৃতিতে মেরুদন্ডী উন্নত বেশ কিছু প্রাণীর মাঝে একটি বিষয় লক্ষ্য করা যায়, এসব প্রাণীর স্ত্রী প্রজাতিগুলো মাঝে মাঝে কোন পুরুষ সঙ্গীর সংশ্রব ছাড়াই নিজেদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে। এরকম অনিষিক্ত ডিম্ব থেকে বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াকে বিজ্ঞানীরা একটা নামও দিয়েছে, আর তা হলো "Parthenogenesis" বা "পার্থেনোজেনেসিস"। বিজ্ঞানীরা প্রকৃতিতে এই উদাহারনগুলো না পেলে তারাই হয়ত এই বিষয়টিকে অবাস্তব বলে উড়িয়ে দিত আর সন্দেহবাদী নাস্তিকরাও এই বক্তব্য লুফে নিত। কিন্তু প্রকৃতিতে এর প্রমাণ পাওয়ার পরে বিজ্ঞানীরাও এটি কেন এবং কিভাবে হয়, কি উদ্দীপনা ও বিজ্ঞান এর মাঝে কাজ করে আজ পর্যন্ত তা উদঘাটনে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে বাইবেলের একটি পদ মনে পড়ে গেল -
✡️ গোপন সবকিছু আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত সবকিছু চিরকালের জন্য আমাদের ও আমাদের সন্তানদের, যেন এই বিধানের সমস্ত কথা আমরা পালন করতে পারি।
দ্বিতীয় বিবরণ 29:29✡️
এই লিংকে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে-
এই বিষয়টি প্রকৃতিতে এভাবে আবিস্কৃত না হলে খ্রীষ্টিয়ানরা এতদিন যাবত প্রকৃতিবিরূদ্ধ বানানো গল্প সবাইকে বলে বেড়িয়েছে বলে প্রচারণাটি অনেক সন্দেহবাদী ও অন্য ধর্মের লোকদের কাছে বেশ গ্রহণযোগ্য হত। কিন্তু আমরা বিশ্বাস করি স্বয়ং এলোহিম ইয়াওয়ে তিনি যে এমন করতে পারেন এই সত্য প্রাণীজগতের মাঝ দিয়েও আমাদের দেখাচ্ছেন যেন বিশ্বাসীরা আরো শক্তিশালী হয় এবং নাস্তিক সন্দেহবাদীরা বাইবেলের সত্যতা সম্পর্কে প্রমাণ পায়।
-----------------------------
দানিয়েল স্টিফেন
0 coment rios: