মোশির পূর্বের ব্যবস্থা লংঘনের শাস্তি এলোহিম দেননি কেন?
মুসলিম ও সংশয়বাদীদের অনেক অভিযোগের কয়েকটি হলো কিছু পাপ যা বাইবেলের বিখ্যাত ব্যক্তিবর্গ করেছিলেন, কিন্তু এ ব্যাপারে এলোহিম ইয়াওয়ে কিছুই বলেননি। যেমন-
১) আব্রাহাম কর্তৃক সারাকে বিয়ে, যিনি ছিলেন তাঁর বৈমাত্রেয় বোন। অর্থাৎ তাঁদের দুজনের মা আলাদা হলেও বাবা একজনই(আদিপুস্তক ২০ঃ১২)। কিন্তু আমরা জানি মোশির ব্যবস্থা অনুযায়ী এটা নিষিদ্ধ(লেবীয় ১৮ঃ১১)। কিন্তু এখানে একটা বিষয় আছে, আব্রাহামকে এলোহিম ইয়াওয়ে নির্বাচিত হওয়ার আগেই তিনি সারাকে বিয়ে করেছিলেন(আদিপুস্তক ১২ঃ৪-৫)।
২) যিহুদা কর্তৃক পুত্রবধু তামরের মাধ্যমে সন্তান জন্মদান (আদিপুস্তক ৩৮ঃ১৬)। এটাও মোশির ব্যবস্থা অনুযায়ী নিষিদ্ধ (লেবীয় ১৮ঃ১৫)।
প্রশ্ন আসে কেন এলোহিম ইয়াওয়ে(ঈশ্বর ইয়াওয়ে) তাদের এই পাপের শাস্তি ঘোষণা করেননি? মূল বিষয় হল, তখনও ইস্রায়েল জাতিকে বিধি বিধান দেয়া হয়নি। এজন্য বিধান লংঘনের দোষে তারা দোষী ছিলেন না। কারণ বিধান কয়েকশত বছর পরে মোশির মাধ্যমে এসেছিল। বাইবেল বলে-
✡️কারণ বিধান নিয়ে আসে ক্রোধ। আর যেখানে বিধান নেই, সেখানে বিধান লঙ্ঘনের অপরাধও নেই।
রোমীয় 4:15✡️
মুসলিম ভাই যারা এ বিষয়ে অভিযোগ করেন তাদেরকে বলতে হয়, মদ একসময় ইসলামে বৈধ ছিল(কুরআন ১৬ঃ৬৭) এবং ইসলামের নবীর অনুমোদনক্রমে সাহাবীরা মদ্যপান করতেন(সহীহ মুসলিম ৩৯৩৫)। পরে এটা নিষিদ্ধ হয়। কিন্তু বাইবেলের ক্ষেত্রে উপরোক্ত কাজগুলো প্রথমে বৈধ বা অবৈধ কিছুই ছিল না, যেহেতু বিধান ছিল না। পরে বিধান আসার পর নিষিদ্ধ হয়। সুতরাং এখানে এই কাজগুলোসহ এমন আরো আপাতদৃষ্টিতে অসংগতিপূর্ণ কাজগুলো যা মোশির বিধান দেয়ার আগে সংঘটিত হয়েছে তাদের সবার ক্ষেত্রে এই একই জবাব হবে।
--------------------------------------------------------------
---------------------------------------------
দানিয়েল স্টিফেন
0 coment rios: