Thursday, April 20, 2023

যিহিস্কেলে বলা হচ্ছে সুদ নিষিদ্ধ, কিন্তু লুক বলছে সুদ বৈধ?

 


অভিযোগঃ যিহিস্কেলে বলা হচ্ছে সুদ নিষিদ্ধ, কিন্তু লুক বলছে সুদ বৈধ?


সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়।

সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।

যিহিষ্কেল 18:13


-----------------------------------------

আমার অর্থ তুমি কেন মহাজনের কাছে রাখোনি, তাহলে ফিরে এসে আমি তা সুদ-সমেত আদায় করতে পারতাম?’

লূক 19:23

যিহিস্কেল সুদ ঘৃণ্য কাজ বলা হচ্ছে, অন্যদিকে লূক ১৯ঃঃ২৩ পদে ইয়েহশুয়া উপমাতে সুদ নেয়ার কথা বলছেন।

জবাবঃ

বাইবেলের বিরূদ্ধে অন্য অনেক অভিযোগের মত এই অভিযোগও ভিত্তিহীন। কিন্তু এটা বুঝার জন্য বিশ্বাসীদের একটু ভালভাবে সংশ্লিষ্ট পদগুলো যাচাই করা প্রয়োজন এবং এর মূল ভাব কি তাও বুঝার চেষ্টা করা উচিৎ। তাহলেই সবকিছুই পরিস্কার বুঝা যাবে। আমরা লূক ১৯ঃ২০-২৩ পদ পর্যন্ত লক্ষ্য করি-



✡️তখন অন্য একজন দাস এসে বলল, ‘হুজুর, এই নিন আপনার মুদ্রা, আমি এটি কাপড়ে জড়িয়ে রেখে দিয়েছিলাম। আমি আপনাকে ভয় করেছিলাম, কারণ আপনি কঠোর-হৃদয় বিশিষ্ট মানুষ। আপনি যা রাখেননি, তাই নিয়ে নেন, যা বোনেননি, তাও কাটেন।’

“তার মনিব উত্তর দিলেন, ‘দুষ্ট দাস, তোমার নিজের কথা দিয়েই আমি তোমার বিচার করব! তুমি না জানতে, আমি কঠোর প্রকৃতির মানুষ, যা আমি রাখিনি, তা নিয়ে থাকি, আর যা বুনিনি, তা কেটে থাকি? আমার অর্থ তুমি কেন মহাজনের কাছে রাখোনি, তাহলে ফিরে এসে আমি তা সুদ-সমেত আদায় করতে পারতাম?’

লূক 19:20-23✡️


সুদ বা সুদে অর্থ লগ্নী করা বাইবেলে কঠোরভাবে নিষিদ্ধ(যাত্রাপুস্তক ২২ঃ২৫-২৭, দ্বিতীয় বিবরণ ২৩ঃ১৯-২০)। এমনকি ১% এর মত নিম্ন সুদও অননুমোদিত(নহিমিয় ৫ঃ১১)। 

লূক ১৯ঃ২০-২৩ পদে ইয়েহশুয়ার বলা উপমার কাহিনীর  দাস ইতিমধ্যেই দুটি মিথ্যা বলেছে। প্রথমে সে বলেছে তার মনিব একজন অস্থিরচিত্ত ও কঠোর মানুষ। এটি একটা মিথ্যা ভাষ্য কারণ প্রভূ ক্ষমাশীল ও উদার। তারপর সে তার মনিবকে চোর সাব্যস্ত করল, কারণ সে বলেছে মনিব যা রোপন করে নাই, এমন ফসল সংগ্রহ করে। অথচ প্রভূ সবাইকে আশীর্বাদ করেন এবং আমাদের প্রতি তাঁর দাবী বাধ্যতা যা আশীর্ভাদের তুলনায় কিছুই নয়। তার এমন অসুস্থ ও পাপপূর্ণ মনোভাবের কারণেই মনিব এই দাসকে বলেন, 


✡️" দুষ্ট দাস, তোমার নিজের কথা দিয়েই তোমার বিচার করব।" ✡️


এই দাসের অসুস্থ ও পাপ নিমজ্জিত চিন্তার কারণে মনিবও তাকে পাল্টা পাপের পথেই প্রতিদান দেয়ার কথা বলেন, আর তা হল সুদে টাকা লাগিয়ে এর ব্যাখ্যাও মনিব নিজেই দিয়ে দিয়েছেন, 


✡️"তুমি না জানতে, আমি কঠোর প্রকৃতির মানুষ, যা আমি রাখিনি, তা নিয়ে থাকি, আর যা বুনিনি, তা কেটে থাকি? আমার অর্থ তুমি কেন মহাজনের কাছে রাখোনি, তাহলে ফিরে এসে আমি তা সুদ-সমেত আদায় করতে পারতাম?"✡️


অর্থাৎ তুমি(ঐ দাস) যদি মনে করে থাক আমি (মনিব) যা বুনিনি, তা কেটে থাকি তাহলে (অর্থাৎ মনিব যা লগ্নী করেন নি সে টাকারও ভাগ নিয়ে থাকেন, যা ইয়েহশুয়ার চরিত্র নয়, এটা সম্পূর্ণ মিথ্যাচার) কেন তুমি মহাজনের কাছে লগ্নী করলে না, কারণ তুমি তো আমাকে সেরকমই মনে করেছ।

পাপীরা পাপের পথেই থাকতে চায়, আর অন্যদের নিজের মত করেই বিচার করে। বাইবেল বলে-


✡️এই হল দণ্ডাদেশ: জগতে জ্যোতির আগমন হয়েছে, কিন্তু মানুষ জ্যোতির পরিবর্তে অন্ধকারকে ভালোবাসলো কারণ তাদের কর্মসকল ছিল মন্দ। যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায় পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে।

যোহন 3:19-20 ✡️


সুতরাং আলোচ্য পদে ইয়েহশুয়া মোটেই সুদকে বৈধ বলেননি, বরং পাপচিন্তায় পূর্ণ একজন লোককে এই উদাহরণ দিয়ে ঐ লোকের মনের কদর্যতাকেই আরো প্রকাশ করেছেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: