Wednesday, May 11, 2022

যীশু খ্রীষ্ট কি একা ক্রুশ বহন করেছিলেন নাকি শিমোণ ক্রুশ বহন করেছিলেন?

 

যীশু খ্রীষ্ট কি একা ক্রুশ বহন করেছিলেন নাকি শিমোণ ক্রুশ বহন করেছিলেন?

যোহন১৯:১৭; পদে লেখা আছে যীশু খ্রীষ্ট নিজের ক্রুশ বহন করে ছিলেন এবং লূক২৩:২৬-২৭; পদে লেখা আছে, “পরে তাহারা তাঁহাকে লইয়া যাইতেছে, ইতিমধ্যে শিমোন নামে এক জন কুরীণীয় লোক পল্লী গ্রাম হইতে আসিতেছিলেন, তাহারা তাহাকে ধরিয়া তাহার স্কন্ধে ক্রুশ রাখিল, যেন সে যীশুর পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন

এখানে বলা হয়েছে  শিমোন যীশু খ্রীষ্টের ক্রুশ বহনে সাহায্য করছিলেন এখানে কোথাও বলা হয় নাই যে যীশু খ্রীষ্ট একা ক্রুশ বহন করেছিলেন অথবা শিমোন একা ক্রুশ বহন করেছিলেন বরং বলা হয়েছে যীশু খ্রীষ্ট তার ক্রুশ বহন করেছিলেন তার পাশাপাশি শিমোন তাকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন। তাই এখানে কোন বৈপরীত্য নেই।

 

 লেখকঃ পাষ্টর জনসন সরকার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: