লেখকঃ পাষ্টর জনসন সরকার।
সমালোচকদের দাবিঃ ২শমূয়েল৮:৪ এবং ১বংশাবলী১৮:৪ পদে বন্দিদের সংখ্যায় বৈপরীত্য রয়েছে।
জাবাবঃ মোটেই এখানে কোন বৈপরীত্য নেই কারন আমরা যদি দুটি অনুচ্ছেদ উল্লেখ করে দেখি তবে এখানে আমরা কোন বৈপরীত্য দেখতে পাই নাঃ
“দায়ূদ তাঁহার নিকট হইতে সতের শত অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্য হস্তগত করিলেন, আর দায়ূদ তাঁহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে একশত রথের অশ্ব রাখিলেন।” -২শমূয়েল৮:৪;
“দায়ূদ তাঁহার নিকট হইতে এক সহস্র রথ, সাত সহস্র অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্য হস্তগত করিলেন, আর দায়ূদ তাঁহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে একশত রথের অশ্ব রাখিলেন। ”- ১বংশাবলী১৮:৪;
২শমূয়েল৮:৪; এখানে হিসাব দেওয়া হয়েছে, “সৈন্য এবং অশ্বারোহীদের”।
১বংশাবলী১৮:৪; এখানে হিসাব দেওয়া হয়েছে, “রথ, অশ্বারোহী এবং সৈনদের” । ১হাজার রথের সাথে ৭ হাজার অশ্বারোহী থাকাটা স্বাভাবিক বিষয়।
যেহেতু ২শমূয়েল৮:৪; রথ এবং রথের অশ্বারোহীদের হিসাব দেওয়া হয় নি, তাই ১বংশাবলী১৮:৪; রথ এবং রথের অশ্বারোহীদের হিসাব দেওয়া হয়েছে। তাই এখানে কোন বৈপরীত্য নেই।
0 coment rios: