নবী দায়ূদের শাস্তি ৩ বছর নাকি ৭ বছরের ছিল?
লেখকঃ পাষ্টর জনসন সরকার।
আমরা ঈশ্বরের কথাটি হলুদ রঙ্গে এবং নবী গাদের কথাটি সবুজ রঙ্গে দেখবঃ
১বংশাবলী২১:১০-১২;
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটি [দণ্ড] রাখিলাম, তাহার মধ্যে তুমি একটি মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব। পরে গাদ দায়ূদের নিকটে আসিয়া তাঁহাকে বলিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যেটা ইচ্ছা, গ্রহণ কর; হয় তিন বৎসর দুর্ভিক্ষ, নয় তিন মাস পর্যন্ত শত্রুদের খড়্গ তোমাকে পাইয়া বসিলে তোমার বিপক্ষ লোকদের সম্মুখে সংহার, নয় ত তিন দিবস পর্যন্ত সদাপ্রভুর খড়্গ, অর্থাৎ দেশে মহামারী এবং ইস্রায়েলের সমস্ত অঞ্চলে সদাপ্রভুর বিনাশক দূতের ভ্রমণ। যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাকে কি উত্তর দিব, তাহা এখন বিবেচনা করিয়া দেখুন।
২শমূয়েল২৪:১২-১৩;
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটি [দণ্ড] রাখি, তাহার মধ্যে তুমি একটি মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব। পরে গাদ দায়ূদের নিকটে আসিয়া তাঁহাকে জ্ঞাত করিলেন, কহিলেন, আপনার দেশে সাত বৎসর ব্যাপিয়া কি দুর্ভিক্ষ হইবে? না আপনার বিপক্ষগণ যাবৎ আপনার পশ্চাতে পশ্চাতে তাড়া করে, তাবৎ আপনি তিন মাস পর্যন্ত তাহাদের অগ্রে অগ্রে পলায়ন করিবেন? না তিন দিবস পর্যন্ত আপনার দেশে মহামারী হইবে? যিনি আমাকে পাঠাইলেন, তাঁহাকে কি উত্তর দিব, তাহা এখন বিবেচনা করিয়া দেখুন।
১বংশাবলী২১:১০; লেখা আছে “গাদ দায়ূদের নিকটে আসিয়া তাঁহাকে বলিলেন,” এবং ২শমূয়েল২৪:১৩; লেখা আছে, “পরে গাদ দায়ূদের নিকটে আসিয়া তাঁহাকে জ্ঞাত করিলেন,” এবং তার পরে লেখা আছে , “কহিলেন”। অর্থাৎ তিনি প্রথমে ১বংশাবলী২১:১০; যা লেখা আছে সেটা নবী দায়ূদকে “জ্ঞাত করলেন”এবং তার পরে তিনি নিজে থেকেই ৭ বছরের কথা বললেন। এখানে বিষয়টি বোঝার ইঙ্গিত রয়েছে।
ঈশ্বর যেখানে ৩ বছর দুর্ভিক্ষের কথা বললেন বলেছেন তো নবী গাদ কেন ৭ বছরের কথা বললেন? এটা জানার জন্য আমাদের ২শমূয়েল২১:১; দেখেতে হবে যেখানে উল্লেখিত রয়েছে ঈশ্বরের কথাটি বলার তিন বছর আগে থেকেই নবী দায়ূদের দেশে দুর্ভিক্ষ হচ্ছিল।
২শমূয়েল২১:১;
দায়ূদের সময়ে ক্রমাগত তিন বৎসর দুর্ভিক্ষ হয়; তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলে সদাপ্রভু উত্তর করিলেন, শৌলে ও তাহার কুলে রক্তপাতের দোষ রহিয়াছে, কেননা সে গিবিয়োনীয়দিগকে বধ করিয়াছিল।
২শমূয়েল২১:১; থেকে ২শমূয়েল২৪:১২-১৩; এর মধ্যে ১ বছরের ব্যবধান ছিল।
তাহলে আমরা যদি বছর গুলো যোগ করি তবে দেখতে পাই নবী গাদের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলার আগে থেকে ৩ বছর নবী দায়ূদের দেশে দুর্ভিক্ষ হচ্ছিল যা উল্লেখিত রয়েছে ২শমূয়েল২১:১;।
২শমূয়েল২১:১; থেকে ২শমূয়েল২৪:১২-১৩; ১ বছরের ব্যবধান ছিল।
২শমূয়েল২৪:১২-১৩; যখন নবী গাদ নবী দায়ূদের কাছে সাত বছরের কথা বলেন।
তাই আমরা যোগ করলে দেখতে পাই ঈশ্বরের বাক্য বলার পূর্বে ৪ বছর দুর্ভিক্ষ হয়েছিল এবং তার ঈশ্বরের বাক্য বলার পরে ৩ বছর দুর্ভিক্ষ হয়েছিল মোট ৭ বছর। তাই এখানে কোন বৈপরীত্য নেই।
0 coment rios: