Tuesday, December 31, 2019

যীশু নামের অর্থ পরিত্রাণকর্তা এটা কোন অভিধানে রয়েছে?

উত্তরঃ পরিত্রান শব্দের অর্থ হলোঃ ত্রাণ, উদ্ধার মুক্তি , রক্ষা, মোক্ষ ইত্যাদি। ইংরেজি ভাষাতেঃ Save, Heal, preserve, rescue.
প্রভু যীশু খ্রীষ্টের এই পৃথিবীতে মিশন ছিল  সমগ্র মানবজাতিকে পাপ হতে পরিত্রান প্রদান করা [যোহন ৩:১৬-১৭; মথি ২০:২৮]
যীশু নামের অর্থ পরিত্রাণকর্তা এটা সয়ং পবিত্র বাইবেলে উল্লেখিত রয়েছে। ইয়াওয়ে এলোহীমের বার্তাবাহক স্বর্গদূত গ্রাব্রিয়েল প্রভু যীশু খ্রীষ্টের পালক পিতা যোষেফের কাছে আজ  হতে প্রায় ২০০০ বছর আগেই এই কথা ঘোষনা দিয়ে গিয়েছিলেন
21τέξεται δὲ υἱὸν καὶ καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Ἰησοῦν· αὐτὸς γὰρ σώσει τὸν λαὸν αὐτοῦ ἀπὸ τῶν ἁμαρτιῶν αὐτῶν.” -Matthew 1:21;
21She will give birth to a son, and you shall give Him the name Jesus, because He will save His people from their sins.”- Matthew 1:21;
দেখ, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তাঁর নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন৷
স্বর্গদূত গ্রাব্রিয়েল পরিস্কারভাবে ব্যাখ্যা করেছেন যীশু নামের অর্থঃ পরিত্রাণকর্তা [উদ্ধারকর্তা] কারন বলা হয়েছে”তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন৷”
মুল গ্রীক ভাষাতে যে শব্দের ব্যাবহার করা হয়েছে তা হলোঃ σωσει [sOsei] যার অর্থঃ পরিত্রাণ, উদ্ধার মুক্তি , রক্ষা, মোক্ষ। তাই এখানে সন্দেহের কোন কারন নেই যে যীশু নামের অর্থঃ পরিত্রানর্তা। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.