Friday, November 8, 2019

আত্মিক হতাশা থেকে মুক্তির উপায়



আত্মিক হতাশা থেকে মুক্তির উপায়:
🛑🌐🛑🌐🛑🌐🛑🌐🛑🌐🛑🌐🛑🌐

#ভূমিকা : প্রতিটি মানুষের হতাশার অভিজ্ঞতা হয় এমনকি খ্রীষ্ট বিশ্বাসীরা এর বাইরে না । খ্রীষ্ট বিশ্বাসীদের হতাশা সামলানোর পথ পবিত্র বাইবেলে বিভিন্ন স্হানে আলোচনা করা হয়েছে। যেখানে অবিশ্বাসী ভাইবোনদের আশা নেই সেখানে বিশ্বাসীদের অনন্তকালীন আশা আছে । সেই রকমই একটি শাস্ত্রীয় অংশ হচ্ছে গীত ৪২। গীতসংহিতা ৪২ অধ্যায় অত্যন্ত সম্মানিত, অর্থবোধক ও গঠনমূলক ঈশ্বরের অনুপ্রেরণায় লিখিত একটি গীত যা হাজার হাজার মানুষের হতাশা থেকে মুক্তির একটি ঐতিহাসিক দলিল। এই গীত সম্পর্কে একজন লেখক বলেছেন"This is one of the most touching, pathetic, and beautiful of the Psalms"( C Clemance )

🔷️🔶️🛑খ্রিস্টীয় মন্ডলীগুলোতে গীত ৪২ এর প্রথম দুই পদ খুব বেশি গাওয়া হয়,
"হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।
ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?"
(গীতঃ৪২:১-২)।

🔶️🛑🔮কিন্তু আমরা যদি সম্পূর্ণ অধ্যায়টি পড়ি তখন দেখতে পাই গানের লেখক কত অবসন্ন, হতাশ ও নৈরাজ্যের সাথে সংগ্রাম করে প্রভুর উপস্থিতি কামনা করেছেন ও ঈশ্বরের সার্বভৈামত্বের অনুগ্রহের কথা বুঝতে পেরেছেন । আজকে আমরা ক্ষুদ্র আলোচনা থেকে দেখব লেখক কিভাবে আত্মিক হতাশা থেকে মুক্তি পেয়েছেন।

🔮🔶️🔮লেখকের হতাশার কারণ :

যখন এই গান লেখা হচ্ছিল তখন লেখক ঈশ্বরের গৃহে উপস্থিত হতে পারে নাই । মনে হয় বলতে ছিলেন ,
"আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।" (গীত ৮৪ :২)
তাঁর প্রাণ আনচান করতে ছিল যখন তিনি যিরূশালেম থেকে বহু দূরে অবস্থান করতে ছিলেন যেখানে তিনি শত্রুদের দ্বারা কুন্ঠীত ও নির্যাতনের মধ্যে ছিলেন ( ২,১০ পদ তুলনীয় )

🔶️🔷️🔶️আমরা যদি গীতটি পর্যালোচনা করি , তাহলে দেখতে পাই তিন ধরনের সমস্যার লেখক মুখোমুখি হয়েছেন :

#প্রথমতঃ বৈশ্বয়িক অত্যাচার ( ৩,১০ পদ ):
ঈশ্বরের লোকদের সাথে মিলনের জন্য আকুল ছিলেন । অন্যদিকে লেখকের বিপক্ষেরা

#দ্বিতীয়তঃ আভ্যন্তরীণ হতাশা ( ৫,১১ পদ): তাঁর এত কষ্ট ছিল যে , চোখের জলই ছিল দিন রাতের খোরাক , অন্তর ক্ষুদ্ধ হতে ছিল এবং জীবন ছিল অবসন্ন ।

#তৃতীয়তঃ ঈশ্বরীয় প্রত্যাশার জন্য প্রাণপণ করতে ছিলেন ( ৫,১১)।

#কিভাবে লেখক হতাশা থেকে মুক্তি পেয়েছেন ?

Pastor John Piper গীত ৪২ থেকে ৬ টি কার্যকরী পন্হার কথা বলেছেন ।

#প্রথমতঃ গীত লেখক প্রশ্ন করেছিলেন কেন ? কেন এই কষ্ট, কেন ঈশ্বর তাঁকে কষ্টের মধ্যে রেখেছেন ? ৯পদ

লেখক জানতেন ঈশ্বর তাকে ভুলে যায় নাই । ঈশ্বর তার পাশে আছে তবুও লেখক বলতে ছিলেন তিনি এই কষ্ট আর বহন করতে পারছেন না ।

#দ্বিতীয়তঃ ঈশ্বরের সার্বভৈামত্বের ভালোবাসা নিশ্চিত করেছেন । ৮ পদ । ঈশ্বর সবকিছু জানেন , বুঝেন ও অনেক কিছু আমাদের জীবনে তিনি হতে দেয় যা আমাদের অজানা। তাঁর প্রতিজ্ঞা অনুসারে তিনি কখনও ছেড়ে দিবেন না বা ত্াগ করবেন না ( ইব্রীয় ১৩:৫)

#তৃতীয়তঃ ঈশ্বরের প্রশংসা ও আরাধনা করেছেন । ৮ পদ । সমস্ত কিছুতে ঈশ্বরের প্রশংসা করার কিছু আছে। সাধু পৌল তাঁর প্রমাণ ( প্রেরিত ১৬ অধ্যায়)

#চতুর্থতঃ নিজের কাছে প্রচার করেছেন: নিজের সাথে কথা বলেছেন । ৫ পদ। নিজের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো প্রচার করা দরকার ও স্মরণ করা দরকার ।

#পঞ্চমতঃ একত্রিত ভাবে আরাধনা প্রশংসার কথা স্মরণ করেছেন । ৪ পদ । গীত রচক একসাথে সবাই মিলে ঈশ্বরের আরাধনা করত যা তাঁর আশীর্বাদের স্মৃতি । আমাদের সেই রকম স্তৃতি দরকার যা বিষন্ন সময় গুলোতে সান্ত্বনা দিবে।

#ষষ্ঠতঃ ঈশ্বরের সহভাগিতা লাভের জন্য পিপাসিত ছিলেন । ২ পদ। হরিণের খুবই পানি প্রয়োজন । Victor Yap এ প্রসঙ্গে বলেছেন "To the fleeing deer, no water means no habitat, no haven, no home and no hope, especially when they are followed, fearful or fatigued. This word 'pant' is talking about a craving, longing, hunger, thirst, or desire for something."
তেমনি ভাবে ঈশ্বরের জন্য পিপাসিত হওয়া প্রয়োজন যা ঈশ্বর মিটাতে পারেন।।

#উপসংহারঃ অবসন্নতা বা হতাশা খ্রীষ্টভক্তদের common সমস্যা । এই সমস্যার অনেক কারণ থাকতে পারে কিন্তু ঈশ্বরের উপর আশা ত্াগ করা উচিত না। তাঁর প্রতিজ্ঞানুযায়ী তিনি নিকটবর্তী । তিনি এতটাই নিকটবর্তী হয়েছেন যে জগতে মানুষের সাথে প্রবাস করেছেন । তিনি আমাদের প্রভু যীশু যিনি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়ে নতুন জীবন শুরু করেছেন যেন আগত দিনের কথা ভেবে বর্তমান কষ্টকে নাশ করে সামনের দিকে আমরা যাই। তাই আজকে যারা এই পরিস্থিতিতে আছেন তাদের জন্য অনুরোধ থাকবে গীত ৪২ অধ্যায় পড়ার জন্য যা হতে পারে আশীর্বাদের উৎস। আমেন ।।
🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️🔷️🔶️
🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑🔮🛑

Bibliography :

Rick Crandall , To Get God's Help In The Hard Times.
https://youtu.be/Iy68YXttAvw


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.