লেখকঃ মি. জনসন সরকার।
পবিত্র বাইবেলের
সমালোচকরা অনেক আগে থেকে এই প্রশ্ন করে আসছেন যে “মোশী নবী নিজের গ্রন্থে নিজের মৃত্যুর কথা কিভাবে লিখতে
পারেন?
সমালোচকদের দাবির
যৌক্তিক জবাবঃ
ইয়াওয়ে এলোহীম [সদাপ্রভু ঈশ্বর] ভাববাদি মোশীর পরে
ইস্রায়েলের লোকেদের সঠিক নেতৃত্ব দিয়ে পরিচালনা কারার জন্য আরেক জন ভাববাদিকে বেছে নিয়েছিলেন, তিনি ভাববাদি মোশীর অনুগত শিষ্য ইয়েশুয়া [যিহোশূয়]।
“সুতরাং
প্রভু
মোশিকে
বললেন,
“নূনের
পুত্র
যিহোশূয়
নতুন নেতা হবে| সে খুবই
জ্ঞানী|তাকে নতুন নেতা করো|” -গণনাপুস্তক ২৭:১৮;

ইয়েশুয়া
[যিহোশূয়] কিভাবে নেতৃত্ব দেবেন সেই বিষয়ে ইয়াওয়ে এলোহীম বলে দিয়েছিলেন,
“ যিহোশূয়
যদি
কোনো
সিদ্ধান্ত
নেওয়ার
প্রয়োজন
অনুভব
করে
তবে
সে
যাজক
ইলিয়াসরের
কাছে
যাবে|
ইলিয়াসর
প্রভুর
উত্তর
জানার
জন্য
উরীমের
সাহায্য
নেবে|
তখন
ঈশ্বরের
কথামতো
যিহোশূয়
এবং
ইস্রায়েলের সমস্ত লোকরা কাজ
করবে|” - গণনাপুস্তক ২৭:২১;
ভাববাদি ইয়েশুয়া
[যিহোশূয়], ভাববাদি মোশীর পুস্তক [তাওরা] সম্পূর্ন করেন এবং মোশী নবীর মৃত্যুর কথা তিনিই লেখেন। আর এই
বিষয়ে পবিত্র বাইবেলে সুস্পষ্ট ভাবে লেখা আছে,
“And Joshua receorded these things in
the book of the Law of God.- Joshua 24:26; NIV
“ যিহোশূয় সে সব ঈশ্বরের বিধির পুস্তকে লিখে রাখলেন|” -যিহোশূয় ২৪:২৬;
সুতরাং এখানে কোন সমস্যা নেই।