Sunday, June 23, 2024

আল্লাহ যখন ফিতনাবাজ!

 


ফিতনা শব্দের অর্থ (বা fitnah, ফিতান ; আরবি: فتنة, فتن‎‎ fitan : "প্রলোভন, বিচার; রাষ্ট্রদ্রোহ, গৃহযুদ্ধ, সংঘাত") একটি আরবি শব্দ যার বিস্তৃত অর্থ বিচার, কষ্ট বা কষ্ট।
মুসলিমরা প্রায় অন্য ধর্মের শিক্ষা গুলোকে ফিতনা বলে দাবি করে তারা ফিতনা থেকে বাচার জন্য দোয়া পর্যন্ত করে ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফিতানি, মা জহারা মিনহা ওয়া মা বাতানা।’ অর্থ : ‘হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফিতনা থেকে পরিত্রাণ চাই।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৭৮)

কিন্তু অবাক করা বিষয় হলো কুরআনের মধ্যে আল্লাহকেও ফিতনাবাজ বলা হয়েছে সূরা ২৫ আল ফুরকান আয়াতঃ২০;
আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি, তারা সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষাস্বরূপ (فِتۡنَۃً) করেছি। তোমরা কি ধৈর্যধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা।
এখানে আরবী শব্দ “ফিত’নাতান”(فِتۡنَۃً) ব্যবহৃত যার সবথেকে উল্লেখযোগ্য অর্থ হলোঃ “প্রলোভন” এছাড়া অন্যান্য আয়াতেও আল্লাহকে ফিতনাবাজ বলা হয়েছে,
প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা (فِتۡنَۃً ؕ) করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। -সূরা২১ আয়াত৩৫;
এটা এজন্য যে, শয়তান যা নিক্ষেপ করে, তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার (فِتۡنَۃً) বস্ত্ত বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ। আর নিশ্চয় যালিমরা দুস্তর মতভেদে লিপ্ত রয়েছে।-সূরা২২ আয়াত৫৩
আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি, তারা সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষাস্বরূপ করেছি। তোমরা কি ধৈর্যধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা।-সূরা২৫ আয়াত২০
নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা(فِتۡنَۃً)।-সূরা ৩৭ আয়াত ৬৩
নিশ্চয় আমি তাদের জন্য পরীক্ষাস্বরূপ(فِتۡنَۃً) উষ্ট্রী পাঠাচ্ছি। অতএব তুমি তাদের ব্যাপারে অপেক্ষা কর এবং ধৈর্যধারণ কর।-সূরা ৫৪ আয়াত২৭
উক্ত আয়াত গুলো পড়লে প্রমান পাওয়া যায় কুরআনের ঈশ্বর নিজেই ফিতনাবাজ। কুরআনে আরো অনেক আয়াতে “ফিতনা” শব্দটি এসেছেঃ
আর তোমরা ভয় কর ফিতনাকে* যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু যালিমদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।– সূরা৮ আয়াত২৫
তখন তারা বলল, ‘আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে যালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না’।– সূরা১০ আয়াত৮৫
হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের (فِتۡنَۃً) পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।-সূরা৬০ আয়াত ৫;
কুরআন থেকে প্রমানিত আল্লাহ সয়ং ফিতনাবাজ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: