জবাবঃ মুসলিম দা'য়ী রা ইদানীং রাজা ও নবী শলোমনের বহুবিবাহ নিয়ে অনেক সমালোচনা করে থাকেন মূলতঃ ইসলামের নবী হযরত মুহাম্মদের বহু বিবাহ(১৩ বা ততোধিক) ডিফেন্ড করার জন্য তারা এই অভিযোগ এনে থাকে। এখানে উল্লেখ্য হযরত মুহাম্মদ কোন রাজা ছিলেন না, তাঁকে বড়জোর মদিনার বা আরবের শাসক হিসাবে চিহ্নিত করা যায়। কারণ রাজা হিসাবে গণ্য হতে গেলে অভিষেকের প্রয়োজন হয় যা তিনি লাভ করেন নি। সুতরাং রাজাদের স্ত্রীর সংখ্যার সাথে হযরত মুহাম্মদের স্ত্রীর সংখ্যা তুলনা অবান্তর।
এখন আমরা দেখব আসলে এলোহিম(ঈশ্বর) কি শলোমনের এই বহু বিবাহকে অনুমোদন করেছেন বা এটা কি ঈশ্বরের ব্যবস্থার বিপরীত কি না তাও দেখব।
ঈশ্বর রাজাদের অধিক বিয়ের ব্যাপারে কি আদেশ দিয়েছিলেন তা নীচের ভার্স থেকে আমরা জানতে পারব।
✡️দ্বিতীয় বিবরণ। 17
11 তাহারা তোমাকে যে ব্যবস্থা শিক্ষা দিবে, তাহার মর্ম্মানুসারে ও তোমাকে যে বিচার বলিবে, তদনুসারে তুমি করিবে; তাহাদের আদিষ্ট বাক্যের দক্ষিণে কি বামে ফিরিবে না;
12 কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্ব্বক আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর পরিচর্য্যার্থে সেই স্থানে দণ্ডায়মান যাজকের কিম্বা বিচারকর্ত্তার কথায় কর্ণপাত না করে, সেই মনুষ্য হত হইবে; ফলে তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
13 তাহাতে সমস্ত প্রজা তাহা শুনিয়া ভয় পাইবে, এবং দুঃসাহসের কার্য্য আর করিবে না।
15 তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা করিতে পারিবে না।
16 আর সেই রাজা আপনার জন্য অনেক অশ্ব রাখিবে না, এবং অনেক অশ্বের চেষ্টায় প্রজাদিগকে পুনর্ব্বার মিসর দেশে গমন করাইবে না; কেননা সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, ইহার পরে তোমরা সেই পথে আর ফিরিয়া যাইবে না।
17 আর সে অনেক স্ত্রী গ্রহণ করিবে না, পাছে তাহার হৃদয় বিপথগামী হয়; এবং সে আপনার জন্য রৌপ্য কিম্বা স্বর্ণ অতিশয় বৃদ্ধি করিবে না।✡️
⛔ মন্তব্যঃ ঈশ্বর পরিস্কারভাবে ১৭ পদে রাজাদের বহুবিবাহকে নিষিদ্ধ করেছেন। অর্থাৎ শলোমনের বহুবিবাহ ঈশ্বরের আদেশের পরিস্কার লংঘন ছিল। প্রশ্ন আসতে পারে রাজাদের জন্য ঈশ্বর কতজনকে বিয়ে করাকে অনুমোদন দিয়েছেন। এক্ষেত্রে প্রাচীন ইহুদী রাব্বীগণ বাইবেলের পদ ও শব্দের বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একজন রাজার জন্য সর্বোচ্চ ৪৮ জনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখা ঈশ্বর অনুমোদিত। এর বেশী সংখ্যক স্ত্রী বাইবেল অনুযায়ী অননুমোদিত। আমরা রাব্বীদের ব্যাখ্যার অংশবিশেষ এখানে দেখব-
The Gemara adds: Support for Ravina’s interpretation is also taught in a baraita: “He shall not add many wives to himself”; this means he may not marry more than twenty-four women. The Gemara comments: According to the one who interprets the letter vav, translated as the conjunction “and” in the term “and like those,” to add and expand upon what came before, the vav is written in order to add more, and therefore, there are forty-eight women. The Gemara comments: Support for this interpretation is also taught in a baraita: “He shall not add many wives to himself”; this means he may not marry more than forty-eight women.
https://www.sefaria.org/Sanhedrin.21a.12
রাজা শলোমন এই অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশী স্ত্রী গ্রহণ করেছিলেন যা ঈশ্বরের বিধানের পরিস্কার লংঘন ছিল।
এখন আমরা নীচের রেফারেন্স থেকে দেখব শলোমনের বহুবিবাহ সম্পর্কে ঈশ্বরের মনোভাব কি ছিল।
✡️রাজাবলির প্রথম খণ্ড। 11
1 শলোমন রাজা ফরৌণের কন্যা ব্যতিরেকে আরও অনেক বিদেশীয়া রমণীকে, অর্থাৎ মোয়াবীয়া, অম্মোনীয়া, ইদোমীয়া, সীদোনীয়া ও হিত্তীয়া রমণীকে প্রেম করিতেন।
2 যে জাতিগণের বিষয়ে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে বলিয়াছিলেন, তোমরা তাহাদের কাছে যাইও না, এবং তাহাদিগকে আপনাদের কাছে আসিতে দিও না, কেননা তাহারা অবশ্য তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের অনুগমনে বিপথগামী করিবে, শলোমন তাহাদেরই প্রতি প্রেমাসক্ত হইলেন।
3 সাত শত রমণী তাঁহার পত্নী, ও তিশ শত তাঁহার উপপত্নী ছিল; তাঁহার সেই স্ত্রীরা তাঁহার হৃদয়কে বিপথগামী করিল।
4 ফলে এইরূপ ঘটিল, শলোমনের বৃদ্ধ বয়সে তাঁহার স্ত্রীরা তাঁহার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপথগামী করিল; তাঁহার পিতা দায়ূদের অন্তঃকরণ যেমন ছিল, তাঁহার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুর ভক্তিতে একাগ্র ছিল না।
5 কিন্তু শলোমন সীদোনীয়দের দেবী অষ্টোরতের ও অম্মোনীয়দের ঘৃণার্হ বস্তু মিল্কমের অনুগামী হইলেন।
6 এইরূপে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিলেন; আপন পিতা দায়ূদের ন্যায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হইলেন না।
7 সেই সময়ে শলোমন যিরূশালেমের সম্মুখস্থ পর্ব্বতে মোয়াবের ঘৃণার্হ বস্তু কমোশের জন্য ও অম্মোন-সন্তানদের ঘৃণার্হ বস্তু মোলকের জন্য উচ্চস্থলী নির্ম্মাণ করিলেন।
8 তাঁহার যত বিদেশীয়া স্ত্রী আপন আপন দেবতার উদ্দেশে ধূপ জ্বালাইত ও বলিদান করিত, সেই সকলের জন্য তিনি তদ্রূপ করিলেন।
9 অতএব সদাপ্রভু শলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন; কেননা তাঁহার অন্তঃকরণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপথগামী হইয়াছিল, যিনি দুইবার তাঁহাকে দর্শন দিয়াছিলেন,✡️
⛔মন্তব্যঃ শলোমন বহুবিবাহ করে যেমন একদিকে ঈশ্বরের বিধান লংঘন করেছেন, তেমনি অপরদিকে ঈশ্বরের বিধান অগ্রাহ্য করে তাঁর এই বহুবিবাহ তাঁকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। তাই এই কথা নির্দ্বিধায় বলা যায় যে শলোমনের বহুবিবাহকে ইতিহাসের অংশ হিসাবে আনা হলেও এটাকে ঈশ্বর অনুমোদন তো দূরের কথা বরং এই কাজে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন।
খ্রীষ্টবিরোধী অপশক্তি বাইবেলের বাক্য ও ঈশ্বরের বিরূদ্ধে গিয়ে বারবার তাদের প্রকৃত ঘুণে ধরা অবস্থাকেই প্রস্ফুটিত করছে আর এর মাধ্যমে তারা নিজেদের বিচারের মুখোমুখি দাড় করায়।
0 coment rios: