দেন নিঃ মথি২৭:১১-১৪;
ইতিমধ্যে
যীশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করান হইল। দেশাধ্যক্ষ
তাঁহাকে জিজ্ঞাসা করিলেন,
তুমি কি যিহূদীদের রাজা? যীশু তাঁহাকে কহিলেন,
তুমিই বলিলে। আর যখন
প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ তাঁহার উপরে দোষারোপ করিতেছিল, তিনি কিছুই উত্তর করিলেন না। তখন পীলাত
তাঁহাকে কহিলেন,
তুমি কি শুনিতেছ না, উহারা তোমার বিপক্ষে কত বিষয়
সাক্ষ্য দিতেছে? তিনি তাঁহাকে এক কথারও উত্তর দিলেন না; ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করিলেন।
তখন পীলাত আবার রাজবাটীতে প্রবেশ করিলেন,
এবং যীশুকে ডাকিয়া তাঁহাকে বলিলেন, তুমিই কি যিহূদীদের
রাজা? যীশু উত্তর করিলেন,
তুমি কি ইহা আপনা হইতে বলিতেছ? না অন্যেরা আমার
বিষয়ে তোমাকে ইহা বলিয়া দিয়াছে?
জবাবঃ
মথি২৭:১১-১৪; পদে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রীষ্ট
তার নিজের পক্ষে [নিজেকে রক্ষার জন্য] কোন কথা বলেন নিঃ
[ইতিমধ্যে যীশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করান হইল। দেশাধ্যক্ষ তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? যীশু তাঁহাকে কহিলেন,
তুমিই বলিলে। আর যখন
প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ তাঁহার উপরে দোষারোপ করিতেছিল, তিনি কিছুই উত্তর করিলেন না। তখন পীলাত
তাঁহাকে কহিলেন,
তুমি কি শুনিতেছ না, উহারা তোমার বিপক্ষে কত বিষয়
সাক্ষ্য দিতেছে? তিনি তাঁহাকে এক কথারও উত্তর দিলেন না; ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করিলেন।]
যোহন১৮:৩৩-৩৪; পদ অনুসারেও দেখা যায় প্রভু যীশু খ্রীষ্ট পীলাতে সাথে কথা বলেছেন
কিন্তু তিনি নিজেকে বাঁচানোর [রক্ষার] জন্য কিছু বলেন নি সেই বিষয়ে তিনি নিরব
ছিলেন। [তখন পীলাত আবার রাজবাটীতে প্রবেশ করিলেন, এবং যীশুকে ডাকিয়া তাঁহাকে বলিলেন, তুমিই কি যিহূদীদের
রাজা? যীশু উত্তর করিলেন,
তুমি কি ইহা আপনা হইতে বলিতেছ? না অন্যেরা আমার
বিষয়ে তোমাকে ইহা বলিয়া দিয়াছে?]
যোহন১৮:২৮ পদে উল্লেখ করা হয়েছে যীশু খ্রীষ্ট যখন পীলাতের সাথে কথা বলেছিলেন তখন
তার দোষারোপকারীরা সেখানে উপস্থিত ছিলেন না [লোকেরা যীশুকে কায়াফার নিকট হইতে রাজবাটীতে
লইয়া গেল; তখন প্রত্যুষকাল; আর তাহারা যেন
অশুচি না হয়, কিন্তু নিস্তারপর্বের ভোজ ভোজন করিতে পারে,
এই জন্য আপনারা রাজবাটীতে প্রবেশ করিল না।]
তাই এখানে পরিস্কার ভাবে বোঝা যায় প্রভু যীশু খ্রীষ্ট নিজের রক্ষার জন্য তার দোষারোপকারীদের সামনে কিছু বলেন নি, আর তিনি যখন পীলাতের সাথে কথা বলেছিলেন তখন মূলত দোষারোপকারীরা সেখানে উপস্থিত ছিল না।মথি২৭:১১-১৪; এবং যোহন১৮:৩৩-৩৪; এখানে কোন বৈপরীত্য নেই দুটাই ঠিক আছে।
লেখকঃ পাষ্টর জনসন সরকার।
0 coment rios: