লেখকঃ পাষ্টর জনসন সরকার।
সমালোচকের দাবিঃ ১শমূয়েল১৬:১৯-২০; অনুসারে রাজা শৌল দায়ূদ নবীকে চিনতেন এবং ১শমূয়েল১৭:৫৮; অনুসারে শৌল দায়ূদ নবীকে চিনতেন না।
জাবাবঃ রাজা শৌল দায়ূদ নবীকে চিনতেন কারন তিনি তার কারন রাজা শৌলকে দায়ূদ নবী প্রায় বীণা বাজিয়ে আত্নিক ভাবে সুস্থ করতেন[1] সমালোচক শাস্ত্র হতে একটি রেফারেন্স ব্যবহার করে বোঝানোর চেষ্টা করেছেন রাজা শৌল দায়ূদ নবীকে চিনতেন না। শৌল তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, হে যুবক, তুমি কাহার পুত্র? দায়ূদ উত্তর করিলেন, আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র।[2] রাজা শৌল দায়ূদ নবীকে চিনতেন কিন্তু তিনি তার পিতার নাম জানতেন না তাই তিনি দায়ূদ নবীকে প্রশ্ন করে ছিলেন তার পিতার নাম কি? এর দ্বারা কখনই প্রমানিত হয় না যে, “রাজা শৌল দায়ূদ নবীকে চিনতেন না”। রাজা যদি নবীকে না চিনতেন তবে তিনি প্রশ্ন করতেন, “তোমার নাম কি?” রাজা তাকে চিনতেন বলে তার নাম জ্ঞিগাসা করেন নি। রাজা জানতেন না তার পিতার নাম কি তাই তিনি তার পিতার নাম জ্ঞিগাসা করেছেন এবং নবী তার পিতার নাম বলেছেন, “আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র।” এখানে কোন বৈপরীত্য নেই।
0 coment rios: