লেখকঃ পাষ্টর জনসন সরকার।
বর্তমানে অনেক চার্চ আছে যারা দাবি করে সাব্বাতের দিল হলো রবিবার,যদিও পবিত্র শাস্ত্রে এমন কোন দলিল নেই। ইয়াওয়ে এলোহীমের দ্বারা পবিত্র সাব্বাত পালনের নিয়ম এসেছে ইহুদি জাতির মধ্যে। যাদের মধ্যে থেকে এসেছে পরিত্রাণ “কারণ যিহূদীদের মধ্য হইতেই পরিত্রাণ।” –যোহন৪:২২;
ইহুদিরা কোন দিনে পবিত্র সাব্বাত পালন করতেন এবং তারা এখনো কোন দিনে সাব্বাত পালন করেন? উত্তরটা খুবই সহজ শনিবার। তারা হাজার হাজার বছর ধরে শনিবারে পবিত্র সাব্বাত পালন করে আসছে। প্রথম শতাব্দির খ্রীষ্টানরা শনিবারে পবিত্র সাব্বাত পালন করতেন সেই বিষয়ে ইতিহাসে খুবই স্পষ্ট
“Jewish-Christians were faithful Jews in
matters of halakhic practice, keeping circumcision, observing the Sabbath and kosher laws, and worshiping at the Temple. They believed that Jewish law would
stand until the return of Christ, which they believed would be soon.”[1]
এখন আপনি নিজেই
চিন্তা করুন প্রথম শতাব্দির খ্রীষ্টানরা কি ভ্রান্ত ছিল? নাকি তারা পবিত্র বাইবেল জানত না? প্রথম শতাব্দির খ্রীষ্টানদের মন্ডলি প্রেরিতদের এবং তাদের শিষ্যদের
দ্বারা তৈরী হয়েছিল যেখানে খাঁটি বিশ্বাস ছিল। খ্রীষ্টান ধর্মের বিশ্বাসে প্যাগানদের
কালচার প্রবেশ করে প্রায় ৩০০ সালের পরে থেকে যখন কোন প্রেরিত জীবিত ছিলেন না,
তাদের মনোনিত শিষ্যরাও জীবিত ছিলেন না। সেই সময়ে প্যাগন থেকে উঠে আশা নব্য
প্যাগানিক খ্রীষ্টান যাজক বর্গ খ্রীষ্ট ধর্মকে বিকৃত করা শুরু করেন। তাদের নিজেদের
ভ্রান্ত বিশ্বাসগুলোকে খ্রীষ্ট ধর্মের ভিতরে প্রবেশ করান এভাবেই খ্রীষ্টধর্মে অনেক
প্যাগানিক কালচার প্রবেশ করে। এই বিষয়ে প্যাগানিজম ইন আওয়ার খ্রীষ্টিয়ানিটি
গ্রন্থে স্পষ্ট ভাবে বলা হয়েছে,
The Church made a sacred day of Sunday ... largely because it
was the weekly festival of the sun; for it was a definite Christian policy to
take over the pagan festivals endeared to the people by tradition, and to give
them a Christian significance.[2]
রোমান ক্যাথলিক
পোপেরা আজও সেই প্যাগান কালচার বহন করে চলেছে (যদিও এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই)
এই ছবিতে
দেখুন ক্যাথলিক পোপ সূর্যের আকৃতি ধারন করছে তারা একা যুগ যুগ ধরে ব্যবহার করে
আসছে
সেই সময়ের প্যাগান রোমাণ কাথলিকেরা সূর্যের পূজা করত
সেই জন্য তাদের ধর্ম গুরুরা সূর্যের মূর্তি চার্চে রেখে পূজা করা শুরু করে।
বিশ্রামবার
শনিবার থেকে রবিবারে কে পরিবর্তন করল?
বিশ্রামবার নিয়ে বর্তমানে অধিকাংশ ইতিহাস না জানা প্রচারকগন মন্তব্য পেশ করেন। হ্যা সবার নিজের কথা বলার অধিবার আছে তবে ইতিহাস না জেনে কথা বলাটা অনুচিত। আর বর্তমানে অধিকাংশ খ্রীষ্টান বাইবেল তো জানেই না আর ইতিহাস জানা তো দূরের কথা। নবী দানিয়েল ভবিষ্যৎবানী করেছিলেন একজন শক্তিশালী ব্যক্তি ঈশ্বরের নিরুপিত সময়( সাব্বাত) এবং ব্যবস্থার পরিবর্তন করবে।
"সে
পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে, এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে
মনস্থ করিবে"- দানিয়েল৭:২৫;
আর
৭মার্চ ৩২১ সালে রোমান প্যাগান রাজা বিশ্রামবার শনিবার থেকে রবিবারে পরিবর্তন করল:
On
March 7, 321, however, Roman Emperor Constantine I issued a civil decree making
Sunday a day of rest from labor, stating: All judges and city people and the
craftsmen shall rest upon the venerable day of the sun.[3]
নূতন ব্যবস্থা কি?
পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন, ‘‘প্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে,
যখন আমি ইস্রায়েল-কুলের
সহিত ও যিহূদা-কুলের সহিত এক নূতন নিয়ম সমপন্ন করিব,সেই নিয়মানুসারে নয়,
যাহা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম, যে দিন মিসর দেশ হইতে তাহাদিগকে
বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিয়াছিলাম;
কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না, আর আমিও তাহাদের প্রতি অবহেলা
করিলাম, ইহা প্রভু বলেন। কিন্তু সেই কালের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির
করিব, ইহা প্রভু বলেন; আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব,
আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা
আমার প্রজা হইবে। আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে, এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে
শিক্ষা দিবে না, বলিবে না, ‘তুমি প্রভুকে জ্ঞাত হও’;
কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। কেননা আমি তাহাদের
অপরাধ সকল ক্ষমা করিব,
এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না।” ইব্রীয়
৬:৮-১২/ যিরমিয়৩১:৩১-৩৪;
অনেক
প্রচারক আছেন যারা যিরমিয় ৩১:৩৩; পদ দেখিয়ে দাবি করেন এখানে বলা হয়েছে "ঈশ্বর
নূতন নিয়ম দিবেন, এবং আগের আজ্ঞা সকল বাতিল"। এই ব্যাখ্যা আপনিও নিশ্চয়ই
শুনেছেন!
এই
ব্যাখ্যাটি সম্পূর্ন সত্য নয়! অবশ্যই ঈশ্বর বলেছেন তিনি নূতন এক ব্যবস্থা দিবেন যা
তিনি তার লোকেদের অন্তরে লিখে দেবেন কিন্তু এখানে ঈশ্বর এটা বলেন নি যে "তিনি
আগের নিয়ম সকল বাতিল করে দেবেন"
কারন
এখানে পিতা ঈশ্বর বলেছেন তিনি
তৌরাহ গ্রন্থকে [תּֽוֹרָתִי֙ (tō·w·rā·ṯî)]
মানুষের
হৃদয়ে লিখে দিবেন।
অনুবাদে এই বিষয়ে ফুটে ওঠেনি তাই অনেক মানুষ, বড় বড় থিওলজীয়ান পর্যন্ত এই পদের ভূল
ব্যাখ্যা প্রদান করেন। পবিত্র হিব্রু ভাষার সঠিক অনুবাদ করলে হবে "সদাপ্রভু কহেন, আমি
তাহাদের অন্তরে আমার তৌরাহ দিব,"
যদিও
স্যার উইলিয়াম কেরী এখানে "ব্যবস্থা" শব্দটি ব্যবহার করেছেন। তিনি ভূল
অনুবাদ করেন নি, তবে ব্যবস্থা বলতে বাংলা ভাষার লোকেরা স্পষ্ট বোঝেনি এই
"ব্যবস্থার" মানে কি? কারন এখানে ঈশ্বর তৌরাহ গ্রন্থের কথা বলেছে যা
তিনি বিশ্বাসীদের হৃদয়ে লিখে দেবেন।
বাক্যের
সারাংশ হলো : আগের ''Law" [আইন] লিখিত আকারে পূর্বের গ্রন্থে আছে এবং নূতন
"Law" আগের গ্রন্থের লেখা আইন সমূহ ঈশ্বর আমাদের হৃদয়ে লিখে দেবেন।
তবে
কিভাবে ঈশ্বর তার Law কে আমাদের হৃদয়ে লিখে দেবেন?
পবিত্র
বাইবেল বলে পবিত্র আত্মার সাহায্যে,
"কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন।"-যোহন ১৪:২৬;
ঈশ্বরে Law আমাদের সকলের নিকটবর্তী যা আমাদের মুখে এবং হৃদয়ে ঈশ্বর রাখেন যাতে আমরা তার Law পালন করতে পারি:
"কিন্তু
সেই বাক্য তোমার অতি নিকটবর্তী, তাহা তোমার মুখে ও তোমার হৃদয়ে, যেন তুমি তাহা
পালন করিতে পার।"-দ্বিতীয় বিরবন ৩০:১৪;
এটাই
নূতন "ল" যার অবস্থানের পরিবর্তন হয়েছে (আগে শুধু লিখিত আকারে ছিল
কিন্তু এখন হৃদয়ের মধ্যে লিখিত")
সাব্বাত কি শুধুমাত্র
ইস্রায়েলের জন্য?
অনেকে দাবি করেন
পবিত্র সাব্বাত শুধুমাত্র ইস্রায়েলের লোকেদের জন্য ছিল যা সম্পূর্ন তাদের নিজেদের
মনগড়া ব্যাখ্যা ছাড়া কিছু না। পবিত্র বাইবেলে বলে পবিত্র সাব্বাত সমগ্র মানব জাতির
জন্য দেওয়া হয়েছেঃ
তিনি তাহাদিগকে আরও কহিলেন,
বিশ্রামবার মনুষ্যের
নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের
নিমিত্ত হয় নাই; সুতরাং মনুষ্যপুত্র
বিশ্রামবারেরও কর্তা।- মার্ক২:২৭-২৮;
এখানে মানুষের জন্য
গ্রীক শব্দ আনত্রোপস [ἄνθρωπος (anthrōpos) — 123 Occurrences] ব্যবহৃত হয়েছে যা মানবজাতিকে বোঝায়।
পবিত্র বাইবেল
স্পষ্টভাবে বলে পরজাতির লোকেরাও পবিত্র সাব্বাত পালন করতে পারে এবং এর দ্বারা তারা
আশীর্বাদ প্রাপ্ত হবেঃ
আর যে বিজাতি-সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার
জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন
করে, অপবিত্র করে না, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব, এবং আমার প্রার্থনা-গৃহে আনন্দিত
করিব; তাহাদের হোমবলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদির উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার
গৃহ সর্বজাতির প্রার্থনা-গৃহ বলিয়া আখ্যাত হইবে।-যিশাইয়৫৬:৬-৭;
আমার ও ইস্রায়েল-সন্তানগণের মধ্যে ইহা চিরস্থায়ী চিহ্ন;
কেননা সদাপ্রভু ছয় দিনে আকাশমণ্ডল
ও পৃথিবী নির্মাণ করিয়াছিলেন, আর সপ্তম দিনে বিশ্রাম
করিয়া আপ্যায়িত হইয়াছিলেন।-যাত্রাপুস্তক৩১:১৭;
আকাশ পৃথিবী কি শুধুমাত্র ইস্রায়েলের জন্য সৃষ্টি হয়েছিল? না সবার জন্য সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে ইয়াওয়ের পরিকল্পনায় অতীত,বর্তমান এবং ভবিষ্যতে ইস্রায়েল ছিল আছে এবং থাকবে।
সাব্বাত মানব জাতির সৃষ্টির পূর্বে ছিলঃ
যখন কোন মানুষ সৃষ্টি হয় নি সেই সময়ে ইয়াওয়ে এলোহীম
নিজে সাব্বাত পালন করেছেন। এই দিনকে তিনি পবিত্র করেছেন এবং আশীর্বাদ করেছেনঃ
পরে ঈশ্বর সপ্তম দিবসে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন, সেই
সপ্তম দিবসে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই
সপ্তম দিবসকে
আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিবসে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য
হইতে বিশ্রাম করিলেন।-আদিপুস্তক২:২-৩;
দশ আজ্ঞা পাবার আগে সাব্বাত পালনের বিষয়ে
উল্লেখ রয়েছেঃ
অব্রাহাম ইয়াওয়ে এলোহীমের নিয়ম পালন
করতেন অর্থাৎ তিনি পবিত্র সাব্বাত পালন করতেন,
কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার
আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে।-আদিপুস্তক২৬:৫;
Because that Abraham obeyed my voice, and kept my
charge, my commandments, my statutes, and my laws. Genesis 26:5 King James
Version
ইস্রায়েলীয়রা দশ আজ্ঞা পাওয়ার আগে থেকে পবিত্র সাব্বাত পালন
করতেনঃ
ফরৌণ আরও কহিলেন, দেখ, দেশের লোক এখন অনেক, আর তোমরা তাহাদিগকে ভার
বহন [וְהִשְׁבַּתֶּ֥ם] (wə·hiš·bat·tem)
[and you make rest] হইতে নিবৃত্ত
করিতেছ।যাত্রপুস্তক ৫:৫;
পরে মোশি কহিলেন, অদ্য
তোমরা ইহা ভোজন কর, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার; অদ্য মাঠে ইহা পাইবে না। তোমরা ছয় দিন তাহা কুড়াইবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামবার, সেই দিন তাহা
মিলিবে না। তথাচ সপ্তম দিনেও
লোকদের মধ্যে কেহ কেহ তাহা কুড়াইবার জন্য বাহির হইল; কিন্তু কিছুই পাইল না। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তোমরা আমার আজ্ঞা ও ব্যবস্থা
পালন করিতে কত কাল অসম্মত থাকিবে? দেখ, সদাপ্রভুই তোমাদিগকে বিশ্রামবার দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই
দিনের খাদ্য তোমাদিগকে দিয়া থাকেন; তোমরা প্রতিজন স্ব স্ব স্থানে থাক; সপ্তম দিনে কেহ
নিজ স্থান হইতে বাহিরে না যাউক। তাহাতে লোকেরা সপ্তম
দিনে বিশ্রাম করিল। আর
ইস্রায়েল-কুল ঐ খাদ্যের নাম মান্না রাখিল; তাহা ধনিয়া বীজের মত, শুক্লবর্ণ এবং তাহার
আস্বাদ মধুমিশ্রিত পিষ্টকের ন্যায় ছিল।-যাত্রাপুস্তক১৬:২৫-৩১;
দশ আজ্ঞায় সাব্বাত স্মরন রাখতে বলা হয়েছেঃ
তুমি
বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও। ছয় দিন শ্রম
করিও, আপনার সমস্ত কার্য করিও; কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর
সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেই দিন তুমি, কি তোমার
পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবর্তী
বিদেশী,
কেহ কোন কার্য করিও না। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী,
সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু ছয় দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম
করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রামদিনকে আশীর্বাদ করিলেন,
ও পবিত্র করিলেন।-যাত্রাপুস্তক২০:৮-১১;
কিন্তু বর্তমান প্রচারকরা পবিত্র সাব্বাত ভুলিয়ে দিতে
চাচ্ছেন যা ইয়াওয়ে এলোহীম স্মরন রাখতে বলেছেন। বর্তমান খ্রীষ্টানরা কি অন্যান্য
আজ্ঞা কেউ অমান্য করছে? বহু ঈশ্বরে বিশ্বাস? মূর্তি পূজা? ঈশ্বরের নামের
অপব্যবহার? পিতা মাতাকে সমাদর করা? হত্যা করা? ব্যাভিচার করা? চুরি করা?মিথ্যা
সাক্ষ্য দেওয়া? অন্যের জিনিসে লোভ করা? তবে সাব্বাত পালনের জন্য নিষেধাজ্ঞা কেন?
প্রভু
যীশু খ্রীষ্টের অনুসারীরা কি সাব্বাত
পালন করতেন?
প্রভু যীশু খ্রীষ্টের অনুসারীরা সাব্বাত পালন করতেন, যদিও অনেকে দাবি করে প্রভু যীশু খ্রীষ্ট নাকি সাব্বাত পালন করতে বলেন নি যদিও এটা হাস্যকর দাবি কারন পবিত্র বাইবেলে লেখা আছে প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যুর পরেও তাঁর অনুসারীরা সাব্বাত পালন করেছিলেন।
লূক২৩:৫৫-৫৬;
লুক২৪:১;
সেই
দিন আয়োজনের দিন, এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে স্ত্রীলোকেরা
তাঁহার সহিত গালীল হইতে আসিয়াছিলেন, তাঁহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর, এবং কি
প্রকারে তাঁহার দেহ রাখা যায়, তাহা দেখিলেন; পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল
প্রস্তুত করিলেন।
বিশ্রামবারে তাঁহারা
বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাঁহারা কবরের
নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন;
তারা
যে বিশ্রামবার [সাব্বাত] পালন করেছেন তা
সুষ্পষ্ট! আপনি কি মনে করেন যারা প্রভুর সাথে চলাচল করতেন তারা ধর্ম জানতেন না?
প্রভু যীশু খ্রীষ্ট যদি নিষেধ করতেন তার অনুসারীরা কি সেটা জানত না? এখন কেউ যদি দাবি করে শিষ্যরা ধর্ম জানত না আর
আমি শিষ্যদের থেকে বেশি বুঝি তবে তার ক্ষেত্রে কিছু বলা নেই।
প্রভু
যীশু খ্রীষ্ট বলেছেন ব্যবস্থার সময় থেকে শুরু করে
যোহন পর্যন্তু সুসমাচার প্রচারিত হয়েছে এবং সেই সুসমাচারের দ্বারা সেই
যুগের লোকেরা স্বর্গ রাজ্যে প্রবেশের অধিকার পেয়েছে কিন্তু তার যুগেও সেই
ব্যবস্থার কোন পরিবর্তন হবে নাঃ
ব্যবস্থা ও ভাববাদিগণ যোহন পর্যন্ত; সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে, এবং প্রত্যেক জন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ।-লূক১৬:১৬-১৭;
প্রভু যীশু খ্রীষ্ট কি সাব্বাত পালন করতে নিষেধ করেছেন?
হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।-মথি১১:২৮;
প্রভু যীশু খ্রীষ্ট নিজেই সাব্বাত পালন করতেন এবং সাব্বাতের দিনে তিনি প্রচার করতেন:
আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন, সেই নাসরতে উপস্থিত হইলেন, এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিলেন, ও পাঠ করিতে দাঁড়াইলেন।-লূক৪:১৬;
তিনি তাহাকে কহিলেন, আমাকে সৎ এর বিষয় কেন জিজ্ঞাসা কর? সৎ একজন মাত্র আছেন। কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা কর, তবে আজ্ঞা সকল পালন কর। সে কহিল, কোন্ কোন্ আজ্ঞা? যীশু বলিলেন, এই এই, ‘‘নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও”।-মথি১৯:১৭-১৯;
মনে করিও না যে, আমি
ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি তাহা লোপ করিতে আসি নাই,
কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সেই পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা
কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার
মধ্যে কোন একটি আজ্ঞা লঙ্ঘন করে, ও লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে
স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে; কিন্তু যে কেহ সেই সকল পালন করে ও শিক্ষা
দেয়, তাহাকে স্বর্গ-রাজ্যে মহান বলা যাইবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক
ও ফরীশীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোন মতে
স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পারিবে না।-মথি৫:১৭-২০;
পূর্ন করার অর্থ কি বাতিল?
মনে
করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি তাহা লোপ
করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি।
-মথি
৫:১৭ (ROVU)
বর্তামানের
অনেক খ্রীষ্টান প্রচারক এই পদের ব্যাখ্যা দেন: "প্রভু যীশু খ্রীষ্ট তার আগের
সমস্ত গ্রন্থ,নিয়ম-কানুন, বাতিল করে দিয়েছেন। পূর্ন করার অর্থ বাতিল করা।"
মথি
৫:১৭; পদের, পূর্ন করার অর্থ যদি বাতিল করা হয়, তবে আসুন আমরা দেখি পবিত্র বাইবেলে
"পূর্ন" করা শব্দের দ্বারা কি বুঝিয়েছে।
মথি
৫:১৭ পদে "পূর্ন" শব্দের গ্রিক শব্দ হলো πληρῶσαι (plērōsai)
[ Strong's 4137: ]
এই
গ্রিক শব্দটি রোমীয় ১৫:১৯; পদে ব্যবহৃত হয়েছে:
তিনি
বাক্যে ও কার্যে, নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের পরাক্রমে, পবিত্র আত্মার পরাক্রমে
এইরূপ সাধন করিয়াছেন যে, যিরূশালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রীষ্টের
সুসমাচার সম্পূর্ণরূপে [πληρῶσαι] প্রচার করিয়াছি।
এখানে
পৌল বলেছেন তিনি খ্রীষ্টের সুসমাচার সম্পূর্ন/পূর্ন [πληρῶσαι]
করেছেন তার মানে কি প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচার বাতিল হয়ে গেছে?
মথি৩:১৫
পদেও [πληρῶσαι] শব্দটি ব্যবহৃত হয়েছে:
কিন্তু
যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন
করা [πληρῶσαι]
আমাদের
পক্ষে উপযুক্ত। তখন তিনি তাঁহার কথায় সম্মত হইলেন।
তার মানে কি প্রভু যীশু খ্রীষ্টের বাপ্তিস্মের পরে "ধার্মিকতা" বাতিল হয়ে গেছে? আমাদের আর বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন নাই?
কলসীয়১:২৫
পদেও [πληρῶσαι] শব্দটি ব্যবহৃত হয়েছে:
তোমাদের
পক্ষে ঈশ্বরের যে দেওয়ানী কার্য আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি মণ্ডলীর পরিচারক
হইয়াছি, যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে [πληρῶσαι] প্রচার করি।
তার মানে কি প্রেরিত পৌল সব জায়গায় ঈশ্বরের বাক্যকে[বাইবেলকে] বাতিল বলে প্রচার করছিলেন?
এছাড়াও
যাকোব ২:২৩ পদে গ্রিক শব্দ
πληρῶσαι (plērōsai) অতীত কালে ব্যবহৃত
হয়েছে: ἐπληρώθη (eplērōthē)
"তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল[ἐπληρώθη], ‘‘অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, এবং তাহা তাঁহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল”, আর তিনি ‘‘ঈশ্বরের বন্ধু” এই নাম পাইলেন।"
তার মানে কি আর কেউ বিশ্বাস দ্বারা ধার্মিক গনিত হবে না? এটা অব্রাহামের সময়ে বাতিল হয়ে গেছে?
মথি ৫:১৭ পদের যদি কেউ ভূল ব্যাখ্যা প্রদান করে তবে এমনি সমস্যার সম্মুক্ষিন হতেই হবে। খালি প্রভু যীশু খ্রীষ্টের বেলায় বাতিল বলে প্রচার চালানো আর অন্যদের বেলায় বাতিল নয় বলে প্রচার চালান অনুচিত হবে।
আদিপুস্তক থেকে প্রকাশিতবাক্য পর্যন্ত পবিত্র বাইবেলে এমন কোন একটা পদ নেই যেখানে লেখা আছে যে, বিশ্রামবার শনিবার থেকে রবিবার করা হয়েছে।
প্রভু
যীশু খ্রীষ্ট তাঁর অনুসারিদের বলেছেন, যারা তাকে প্রেম করবে তার তাঁর আদেশ পালন
করবে।
তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে।-যোহন১৪:১৫
প্রভু
যীশু খ্রীষ্ট বলেছেন তিনি সাব্বাত
দিনের প্রভুঃ
তিনি
তাহাদিগকে আরও কহিলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের
নিমিত্ত হয় নাই; সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও
কর্তা।-মার্ক২:২৭-২৮;
যিনি
আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে
পারি।-ফিলীপিয়৪:১৩;
প্রভু যীশু খ্রীষ্ট এটাও বলেছেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত সাব্বাত থাকবে। অর্থাৎ তিঁনি ফিরে আসার সময় পর্যন্ত সাব্বাত থাকবে।
আকাশ আর
পৃথিবী কি লোপ পেয়েছে?
মোটেই আকাশ আর পৃথিবী লোপ পায় নি! প্রভু যীশু খ্রীষ্ট আকাশ এবং পৃথিবীর কথা বলেছেন কারন যখন ইয়াওয়ে এলোহীম দশআজ্ঞা প্রদান করেন তখন তিনি এই আকাশ আর পৃথিবীকে সাক্ষি রাখেনঃ
আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমন্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম।
অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচিতে পার;-দ্বিতীয় বিবরন৩০:১৯;
আর পবিত্র বাইবেলে এটাও বলে নূতন আকাশ আর পৃথিবী
সৃষ্টির পরেও সাব্বাত থাকবেঃ
কারণ আমি যে নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত্য আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।-যিশাইয় ৬৬:২২-২৩;
প্রেরিত
পৌল কি সাব্বাত পালন করতেন?
পবিত্র
বাইবেলে সুষ্পষ্টভাবে লেখা আছে, প্রেরিত পৌল সাব্বাত পালন করতেন।
আর
পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন,
এবং তিন বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন, অর্থ
বুঝাইয়া দিলেন,-
প্রেরিত
পৌল শাব্বাতের দিনে প্রচার করতেন।
তাঁহাদের বাহিরে যাইবার সময়ে লোকেরা বিনতি করিল, যেন পর বিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়।-প্রেরিত১৩:৪২;
পবিত্র
বাইবেলে সাব্বাতের দিনকে প্রভুর
দিন বলা হয় যা নূতন নিয়মেও উল্লেখিত রয়েতছে।
প্রভুর
দিন কি রবিবার?
অনেকে প্রচার করেন প্রভুর দিন হলো রবিবার। কিন্তু এই দাবিটি সম্পর্ন মিথ্যা কারন পবিত্র বাইবেল বলে প্রভুর দিন হলো শনিবারঃ
প্রকাশিত
বাক্য১:১০;
আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম।
তুমি
যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা
না কর, যদি বিশ্রামবারকে আমোদদায়ক, ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বল, এবং
তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া
যদি তাহা গৌরবান্বিত কর, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে,-যিশাইয়৫৮:১৩;
শয়তান মূলত সাব্বাত পরিবর্তন করতে চাইবেঃ
পবিত্র বাইবেল বলে শয়তান সাব্বাতকে পরিবর্তন করবে চাইবেঃ
সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে
শীর্ণ করিবে, এবং নিরূপিত
সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে, এবং এক কাল,
[দুই] কাল ও অর্ধ কাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে।-দানিয়েল৭:২৫;
আর বর্তমানে আমরা দেখতে পাই হাজার হাজার খ্রীষ্টান না
জেনে না বুঝেই রবিরাবে পবিত্র সাব্বাত পালন
করছে।
ভবিষ্যতেও কি বিশ্রামবার থাকবেঃ
নবি দায়ূদ
বলেছেন, আমি সতত তোমার ব্যবস্থা
পালন করিব, যুগে
যুগে চিরকাল করিব।-গীতসংহিতা১১৯:৪৪;
পবিত্র বাইবেল বলে ভবিষ্যতে দুটি দল থাকবে একদল
ঈশ্বরের আজ্ঞা পালন করবে আরেক দল করবে না। যারা পালন করবে তারা স্বর্গে প্রবেশ করতে
পারবে আর যারা পালন করবে না তারা নরকে যাবেঃ
আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর
তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে
গেল।-প্রকাশিত বাক্য ১২:১৭;
এইস্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যীশুর
বিশ্বাস ধারণ করে।-প্রকাশিত বাক্য১৪:১২;
ধন্য তাহারা, যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা
জীবন-বৃক্ষের অধিকারী হয়, এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে।-প্রকাশিত বাক্য২২:১৪;
Blessed are
they that do his commandments, that they may have right to the tree
of life, and may enter in through the gates into the city. Revelation 22:14
King James Version
কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে,
সেই পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। -মথি৫:১৮;
কারণ
আমি যে নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে
থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত্য আমার
সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।-যিশাইয়
৬৬:২২-২৩;
আর
প্রার্থনা কর, যেন তোমাদের পলায়ন শীতকালে কিম্বা বিশ্রামবারে না ঘটে। কেননা তৎকালে এইরূপ
‘‘মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এই পর্যন্ত কখনও হয় নাই, কখনও
হইবেও না”-মথি২৪:২০-২১;
পবিত্র দশ আজ্ঞার মর্যাদাঃ
স্বর্গরাজ্যের
পবিত্র উপাসনালয়ের পবিত্র দশ আজ্ঞা রয়েছেঃ
পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল,
তাহাতে তাঁহার মন্দিরের মধ্যে তাঁহার নিয়ম-সিন্দুক দেখা গেল, এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহাশিলাবৃষ্টি হইল।প্রকাশিত
বাক্য ১১:১৯;
[2]
Arthur
Weigall, The Paganism in Our Christianity, p. 145.
0 coment rios: